সংবাদ একলব্য,৩০অগাস্টঃ  কানাড়া ব্যাংক এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ওটিপি লাগবে৷ কানাড়া ব্যাংকের পক্ষ থেকে জানিয়েছে, যদি কেউ কোনও দিন ১০,০০০এর বেশি টাকা তুলতে চান সেক্ষেত্রে ওটিপি দরকার পড়বে৷ সম্প্রতি এই বিষয়ে টুইট করে কানাড়া ব্যাংক জানিয়েছে, এবার কানাড়া ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা তুলনায় নিরাপদ হবে কারণ কোনও দিন ১০,০০০ বেশি টাকা তোলার ক্ষেত্রে ওটিপি লাগবে ৷ এই অতিরিক্ত অথেনটিকেশন ব্যবস্থার ফলে কার্ডহোল্ডারদের এটিএম থেকে টাকা তোলাটা এরও নিরাপদ হবে৷
প্রসঙ্গত বেশ কিছু ব্যাংক গ্রাহককদের ডেবিট এবং এটিএম কার্ড থেকে টাকার তোলার ক্ষেত্রে নিরাপত্তার বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ যেমন এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু বাধা নিষধ চাপানো হতে পারে৷ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটিএম থেকে একই বারে পরপর দুবার টাকা তোলা যাবে না৷ দিল্লির স্টেট লেভেল ব্যাংকারস কমিটি বা এসএলবিসি-র পক্ষ থেকে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে৷
জানানো হয়েছে দুটি লেনেদেনের মধ্যে অন্তত ৬ থেকে ১২ ঘণ্টার ফারাক রাখতে হবে৷ এতে সহজে এটিএম প্রতারকরা সদ্য ব্যবহার করে যাওয়া গ্রাহকের পিন চুরি করে টাকা তুলতে পারবে না৷ প্রতারণার সংখ্যা কমবে৷ মূলত গ্রাহকের অর্থ সুরক্ষিত রাখতেই এই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ উঠেছে।












[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।]