সংবাদএকলব্য,৩০অগাস্টঃ ক্যাশলেস ট্রানজাকশান পছন্দ করেন?   একটু সাবধান হন৷ পয়লা সেপ্টেম্বর থেকেই ব্লক করা হতে পারে এই অ্যাকাউন্টগুলি৷ ফলে খোয়াতে পারেন আপনার টাকা৷ তবে এই সমস্যার হাত থেকে বাঁচার ছোট্ট উপায় রয়েছে৷
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানাচ্ছে পেটিএম, গুগল পে বা অন্যান্য ওয়ালেট অ্যাকাউন্টে যদি কেওয়াইসি সংযুক্ত না থাকে, তবে বন্ধ করে দেওয়া হবে এই সব অ্যাকাউন্ট৷ সেক্ষেত্রে ৩১শে অগাষ্টের মধ্যে এই ধরণের ওয়ালেট অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি যুক্ত করা বাঞ্ছনীয়৷ ইতিমধ্যেই বিভিন্ন মোবাইল ওয়ালেট কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে সাবধান করে বার্তাও চলে গিয়েছে৷

KYCসংযুক্তকরণ শেষ করার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে৷ তবে সেই তারিখ পরে বদলে সময়সীমা বাড়ানো হয়৷ বলা হয় ৩১সে অগাষ্টের মধ্যে কাজ শেষ করতে হবে৷ বিভিন্ন মোবাইল ওয়ালেট কোম্পানিগুলির তরফ থেকে একাধিক আবেদনের পরেই ছয় মাস সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাংক৷
ফেব্রুয়ারি মাসে, ৭০ থেকে ৮০ শতাংশ মোবাইল ওয়ালেটে কেওয়াইসি সংযুক্তিকরণ হয়নি৷ তাই বাধ্য হয়েই সময়সীমা বাড়ানোর কথা জানায় ওয়ালেট কোম্পানিগুলো৷ সায় দেয় রিজার্ভ ব্যাংকও৷ জানানো হয়েছে KYCতে আধার নম্বর প্রয়োজন৷ তা যদি না করা হয়, তবে পয়লা সেপ্টেম্বর থেকে কোনওভাবেই ট্রানজাকশন করা যাবে না৷ ব্লক করে দেওয়া হবে অ্যাকাউন্টগুলি৷













[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।]