সংবাদএকলব্য,৩০অগাস্টঃ   বুড়িরহাট প্রানেশ্বর উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে র‍্যালি চলে বুড়িরহাট অঞ্চল পর্যন্ত।  র‍্যালির পাশাপাশি  স্থানীয় লোকেদের ডেঙ্গু যে মারন রোগ তা সম্পর্কে  সচেতন করে ছাত্রছাত্রীরা। সেখানে  উপস্থিত ছিলেন গ্রামীন সম্পদ কর্মী মোস্তাফিজার  রহমান, বুড়িরহাট অঞ্চলের আশাকর্মী ও বুড়িরহাট প্রানেশ্বর উচ্চবিদ্যালয়ের শিক্ষক  শ্রী সঞ্জীব দাস, তুষার কান্তি দাস এবং অন্যান্য  শিক্ষকগন।