Latest News

Ad Code

ক্রীড়া দিবসে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল জল্পেশ্বরের হাত্তিমড়া ডাঙ্গায়




মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২৯ অগাস্ট : আজ ময়নাগুড়ি ব্লকের জল্পেশ্বর মন্দির সংলগ্ন এলাকা হাত্তিমড়ার ডাঙ্গায় সবুজ সংঘের পরিচালনায় একটি ৬ দলিয় টুর্নামেন্টের আয়োজন করা হয়। 
প্রথম পর্বের খেলা একদিকে ময়নাগুড়ি দাসপাড়া সংঘ অপরদিকে জল্পেশ হাত্তিমড়ার ডাঙ্গা সবুজ  সংঘ।
গতকাল বুধবার আমগুড়ি নেউরা ডাঙা থেকে চ্যাম্পিয়ান ট্রফি জিতে নিয়ে এসেছে হাত্তিমড়ার ডাঙ্গার সবুজ সংঘ। আজকে কি পারবে নিজের মাঠের সন্মান রক্ষা করেতে? সেই আশঙ্কায় রয়েছে হাত্তিমড়ার ডাঙ্গার সবুজ সংঘের অন্যত্র সদস্যরা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code