Latest News

6/recent/ticker-posts

Ad Code

দালালচক্র বন্ধ‍ করতে দিনহাটা হাসপাতালে ডেপুটেশন দিল ব্লাড ডোনার অর্গানাইজেশন




আরিফ হোসেন, দিনহাটা, ২৯শে আগস্ট: ব্লাড ডোনার অর্গানাইজেশন বহুদিন ধরেই রক্ত সংকটে থাকা রোগীর সেবায় নিয়োজিত। রক্ত সংকটের জেরে প্রানহানি থেকে রক্ষার জন‍্য রোগীর পরিবারকে রক্ত যোগানে সাহায‍্য করে।
মুমূর্ষ রোগীকে প্রানে বাঁচাতে রক্তের দালালের দৌরাত্ম্য বন্ধ করতে বিডিও স্বেচ্ছাসেবী সংগঠন  বুধবার স্মারকলিপি প্রদান করল দিনহাটা হসপিটালে। দালাল চক্রের জন্য খুবই সমস্যায় পরতে হচ্ছে উক্ত সংগঠনের সদস্যদের। তাই ব্লাড ব্যাংকের সামনে সি সি ক্যামেরা লাগানোর দাবি সহ দালালরা কিভাবে রক্তের কার্ড হাতে পাচ্ছে কিংবা কে বা কারা তার জোগান দিচ্ছে, সেই ব্যাপারে অবিলম্বে কিছু পদক্ষেপ নেওয়ার দাবিতে ডেপুটেশন তথা  লিখিত অভিযোগ প্রদান করলেন দিনহাটা হসপিটালে উক্ত সংগঠনের দিনহাটা শাখার সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ যে রক্তদানের পর ক্রেডিট কার্ডটি একটি নম্বর থাকে। সেই নম্বর ধরেই রক্তের দালালদের হাতে থাকা কার্ডের শনাক্তকরন করার দাবী জানিয়েছেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের দিনহাটা শাখার কো-অর্ডিনেটর সুস্মিতা চন্দ।


আজ স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য, রাজ্য পর্যবেক্ষক শুভময় দে,দিনহাটা শাখার সদস্য দীপক বর্মন,রৌনক দাস,কৌশিক শুত্রধর,সদস্যা সুনীতি রবি দাস প্রমুখ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code