সংবাদ একলব্য,২৯অগাস্টঃসড়ক তো নয় যেন পুকুর।দিনহাটা  পাচমাথা মন্দির থেকে শৈলমারি যাওয়ার  রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পরেছে।প্রশাসনের কোন হেলদোল নেই বলে অভিযোগ। সামান্য বৃষ্টিতেই জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে। স্থানীয়রা বহুবার প্রশাসনের কাছে জানালেও  কর্ণপাত করেনি বলে অভিযোগ এক স্থানীয়ের।  শৈলমারি বাসিন্দাদের ঘুরপথে পৌঁছাতে হচ্ছে দিনহাটায়। এমতাবস্থায় প্রশাসনিক ব্যবস্থার দিকে তাকিয়ে আছে স্থানীয়রা।