সংবাদ একলব্য, ২৬ অগাস্ট : সারা রাজ্যের বিভিন্ন স্কুলের সঙ্গে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন হচ্ছে কিসামত দশ গ্রামের মোক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুল ও মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ে l 26শে অগাস্ট থেকে এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে এই কর্মসূচি l এই কর্মসূচি শুধু বিদ্যালয় কে পরিছন্ন রাখা তাই নয় সঙ্গে আসে পাশের এলাকায় এই পরিছন্নতার গুরুত্ব ছড়িয়ে দেওয়া l এই কর্মসূচির অন্যতম স্লোগান ছিল "জমা জল যেখানে ডেঙ্গু মশা সেখানে " ও "গাছ লাগান প্রাণ বাঁচান "l শিক্ষার্থীদের একটি পথশোভা যাত্রাও নগর পরিক্রমা করে l সেই শোভা যাত্রার মধ্যে দিয়ে উঠে আসে কিভাবে পরিবেশ কে দূষণ মুক্ত রাখতে হবে l এই কর্মসূচি তে এলাকাবাসীর উৎসাহ দেখা যায় l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊