সংবাদ একলব্য, ২০ আগস্ট:
সদ্য তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিনের কলকাতার প্রাক্তন মেয়র ও তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও তাঁর জীবনের বিতর্কিত নারী বৈশাখী ।বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম এ বি পি আনন্দে দেওয়া সাক্ষাৎকারে  উঠে এলো অনেক না জানা তথ্য।তার অভিযোগ আগের থেকে বদলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায।তৃণমূল দল যে আদর্শ থেকে ছিটকে গেছে তাও অভিযোগ করেন।যে তৃণমূল দলকে রক্ত গলিয়ে তৈরি করেছেন সেখানে তার প্রয়োজন ফুরিয়ে বলে মন্তব্য করেছেন।টানা এক ঘন্টা সাক্ষাৎকারে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তার বর্তমানের ছায়াসঙ্গী বৈশাখী চট্টোপাধ্যায় ।যার জন্যই শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে তৃণমূলের একের পর এক মন্ত্রীত্ব পদ হারাতে হয়েছে।শোভন চট্টোপাধ্যায় যে একজন রোমান্টিক ও ভালোবাসাময় সুহৃদয়ের অধিকারী তা বৈশাখীর কথাতে উঠে আসে।বৈশাখীর মেয়ে ভালোবেসে শোভনকে দুষ্টু বলে ডাকেন বলে তিনি জানা।বৈশাখীর ভালোবাসা ও মান রক্ষার জন্য শোভন যে সব কিছু ছেড়েছে তা নিয়ে রীতিমত গর্ব বোধ করতে কুন্ঠা প্রকাশ করতে দেখা যায়নি।এই নিয়ে বিরোধী যে যা বলুক তাতে যে দুই জনের কিছু এসে যায় না তাও নির্দ্বিধায় জানান।তারা একে অন্যের পাশে এভাবেই থাকবে বলে এ বি পি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে জানান।বিজেপির সংগঠন কতটা মজবুত করতে পারে এখন সেটাই দেখার।