West Bengal Budget 2026: লক্ষ্মীর ভাণ্ডার কি ১৫০০ বা ২০০০ হবে? কী খবর কৃষক বন্ধুদের জন্য?
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে। তার আগেই রাজ্য বাজেটে 'জনমোহিনী' ঘোষণার জোরালো সম্ভাবনা। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে—লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একলাফে অনেকটা বাড়ছে। পাশাপাশি কৃষকদের জন্যও বড় কোনো উপহার থাকতে পারে। কিন্তু বাস্তব চিত্রটি ঠিক কী?
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এবার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়ে সাধারণ ক্যাটাগরির জন্য ১৫০০ টাকা এবং তফশিলি জাতি-উপজাতিদের জন্য ২০০০ টাকা করা হবে। কোথাও কোথাও ৩০০০ টাকার ভুয়ো খবরও ছড়ানো হচ্ছে।
রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো অঙ্কের কথা ঘোষণা করা হয়নি। তবে নবান্ন সূত্রের খবর, যেহেতু সামনেই ভোট, তাই এই জনপ্রিয় প্রকল্পটিতে ভাতার পরিমাণ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
অর্থনীতিবিদদের একাংশের মতে, একেবারে দ্বিগুণ বৃদ্ধি রাজকোষের ওপর বিশাল চাপ সৃষ্টি করবে। তবে মুদ্রাস্ফীতি এবং ভোটের কথা মাথায় রেখে সাধারণ শ্রেণীর জন্য ১০০০ থেকে বাড়িয়ে ১২০০ বা ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর জন্য ১২০০ থেকে বাড়িয়ে ১৫০০ বা ১৮০০ টাকা করার প্রস্তাব পেশ হতে পারে।
অপরদিকে গ্রামবাংলার ভোটব্যাঙ্ক ধরে রাখতে কৃষকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আশা করা হচ্ছে।
১. কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি: বর্তমানে 'কৃষক বন্ধু' প্রকল্পে বছরে সর্বাধিক ১০,০০০ টাকা এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা অনুদান দেওয়া হয়। বাজেটে এই ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব আসতে পারে। বিশেষ করে প্রান্তিক চাষিদের জন্য সর্বনিম্ন অনুদান ৪,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ বা ৬,০০০ টাকা করার দাবি দীর্ঘদিনের।
২. নতুন শস্য বীমা নীতি: গত এক বছরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একাধিক প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু এবং ধান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সূত্রের খবর, 'বাংলা শস্য বীমা' যোজনার আওতায় আরও বেশি সংখ্যক ফসলকে অন্তর্ভুক্ত করা হতে পারে এবং ক্ষতিপূরণ পাওয়ার পদ্ধতি আরও সরল করার ঘোষণা থাকতে পারে এই বাজেটে।
সব জল্পনার অবসান ঘটবে আগামী ২রা ফেব্রুয়ারি। তবে একথা নিশ্চিত যে, ২০২৬-এর নির্বাচনী বৈতরণী পার হতে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু—এই দুই প্রকল্পকেই 'ট্রাম্প কার্ড' হিসেবে ব্যবহার করতে চাইবে রাজ্য সরকার।
West Bengal Budget 2026: চা বলয়ের দাবি থেকে পর্যটনের 'শিল্প' মর্যাদা—কী প্রত্যাশা উত্তরবঙ্গের?

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊