দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস: প্রস্তুতি তুঙ্গে, উদ্বোধনে কি মুখ্যমন্ত্রী? জল্পনা শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: দেশের বৃহত্তম মহাকাল মন্দির তৈরি হতে চলেছে উত্তরবঙ্গের বুকে। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে শিলিগুড়ি। মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে এখন সাজো সাজো রব গোটা দার্জিলিং জেলায়। এই মেগা ইভেন্টের প্রস্তুতি খতিয়ে দেখতে শিলিগুড়ির মহকুমা শাসকের (SDO) দপ্তরে অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের বৈঠক।
জেলা প্রশাসন সূত্রে খবর, শিলান্যাস অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতেই এই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলা শাসক, মহকুমা শাসক, এসজেডিএ (SJDA)-র চেয়ারম্যান সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। অনুষ্ঠান স্থল, নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় সামলানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। যদিও বেশ কিছু লজিস্টিক সংক্রান্ত বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে বলে খবর।
তবে এদিনের বৈঠকের পর সবচেয়ে বড় যে জল্পনাটি সামনে এসেছে, তা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র গৌতম দেব ইঙ্গিত দিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই বিশাল প্রকল্পের সূচনা করার পরিকল্পনা রয়েছে। তবে প্রশাসনিক প্রটোকল মেনে এখনই তিনি বিষয়টি নিয়ে সর্বজনীনভাবে নিশ্চিত ঘোষণা করতে চাননি। মেয়র বলেন, "প্রস্তুতি প্রায় চূড়ান্ত, আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই পবিত্র কাজের সূচনা হবে।"
শিলান্যাসের দিন যতই এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে। উত্তরবঙ্গের পর্যটন ও ধর্মীয় মানচিত্রে এই মহাকাল মন্দির এক নতুন পালক সংযোজন করতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য কোনও খামতি রাখা হচ্ছে না।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊