ড্রোনে চোখ, শহরে শৃঙ্খলা: যানজট কমাতে শিলিগুড়িতে হাইটেক ট্রাফিক অভিযান
শিলিগুড়ি, ২২ জানুয়ারি, ২০২৬: উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যকেন্দ্র শিলিগুড়ির রাস্তায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী। এই সমস্যা সমাধানে এবার প্রযুক্তির সাহায্য নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং যানজটের প্রকৃত কারণ খুঁজতে এবার আকাশপথে নজরদারি বা ‘ড্রোন সার্ভিল্যান্স’ শুরু করল ট্রাফিক বিভাগ।
শহরের ব্যস্ততম এলাকাগুলিতে ট্রাফিক আইন মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষ ড্রোন ক্যামেরার ব্যবহার শুরু হয়েছে। এই হাইটেক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহম্মেদ। মূলত দার্জিলিং মোড় থেকে শুরু করে জংশন, চম্পাসারি, দাগাপুর এবং সিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ এবং জনবহুল পয়েন্টগুলিতে এই নজরদারি চালানো হচ্ছে।
আকাশপথে উঠে এল বিশৃঙ্খলার ছবি
ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে ট্রাফিক পুলিশের হাতে উঠে এসেছে যানজটের বেশ কিছু চাঞ্চল্যকর কারণ:
- অবৈধ টোটো চলাচল: জাতীয় সড়কের ওপর দিয়ে বেআইনিভাবে টোটো (ই-রিকশা) চলাচলের ফলে গাড়ির গতি কমে যাচ্ছে।
- লেন ভায়োলেশন: মোটরসাইকেল চালকদের একাংশ ট্রাফিক নিয়ম অমান্য করে লেন ভেঙে গাড়ি চালাচ্ছেন।
- বেপরোয়া গতি: ব্যস্ত রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর ছবিও ড্রোনের ক্যামেরায় ধরা পড়েছে।
ফুটেজ দেখার পরই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নিয়ম ভাঙার দায়ে একাধিক টোটো ও বাইক চালককে জরিমানা করা হয়েছে এবং চালান কাটা হয়েছে। পাশাপাশি, পথচারীদের সিগন্যাল মেনে রাস্তা পারাপারের বিষয়ে সচেতন করা হয়েছে।
ডিসিপি (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহম্মেদ সংবাদমাধ্যমকে জানান, এই নজরদারি কেবল একদিনের নয়। তিনি বলেন, “এখন থেকে প্রতি দু’ঘণ্টা অন্তর ড্রোন ফুটেজ সংগ্রহ করা হবে। সেই ফুটেজ বিশ্লেষণ করে দেখা হবে দিনের কোন সময়ে, কেন যানজট তৈরি হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া যানজট কমাতে চম্পাসারি থেকে সিটি সেন্টার পর্যন্ত টোটো চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। পুলিশের এই ‘হাইটেক’ পদক্ষেপে শহরের যানজট কমবে বলে আশাবাদী শিলিগুড়িবাসী।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊