'এটি নিছকই দুর্ঘটনা, রাজনীতি খুঁজবেন না', ভাস্তা অজিতের মৃত্যুতে মমতার 'তত্ত্ব' খারিজ শরদ পাওয়ারের
মুম্বই: মহারাষ্ট্রের বারামতিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। এই আকস্মিক ঘটনায় শোকে স্তব্ধ গোটা মহারাষ্ট্র। এরই মধ্যে অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব উসকে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই তত্ত্ব সম্পূর্ণ খারিজ করে দিলেন খোদ অজিত পাওয়ারের কাকা তথা এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার।
মঙ্গলবার একটি ভিডিও বার্তায় বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারকে বেশ আবেগপ্রবণ হতে দেখা যায়। ভাস্তার মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি বলেন, "অজিত পাওয়ারের অকাল মৃত্যু মহারাষ্ট্রের কাছে এক বিশাল আঘাত। রাজ্য আজ একজন দক্ষ এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নেতাকে হারালো।" এই কঠিন সময়ে তিনি সকলকে শান্ত থাকার এবং ঘটনাটি নিয়ে রাজনীতি না করার আবেদন জানান।
এদিন সকালেই অজিত পাওয়ারের মৃত্যুর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, "দিন দুয়েক আগেই খবর আসছিল যে অজিত বিজেপি ছাড়তে চাইছেন। আর ঠিক তারপরেই এই ঘটনা।" তিনি সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিও জানান।
মমতার এই বক্তব্যের প্রেক্ষিতেই শরদ পাওয়ার স্পষ্ট জানান, কলকাতা থেকে যে রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন। তিনি বলেন, "কলকাতা থেকে একটি অবস্থান তুলে ধরা হয়েছে যে এই ঘটনার পিছনে রাজনীতি জড়িত। কিন্তু আদতে এমন কিছুই নয়। এর মধ্যে কোনও রাজনীতি নেই; এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। এই ঘটনা আমার এবং গোটা মহারাষ্ট্রের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি সকলের কাছে আবেদন করছি, এই ট্র্যাজেডিকে রাজনীতিকরণ করবেন না।"
বর্ষীয়ান নেতার এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা ষড়যন্ত্রের তত্ত্বকে কার্যত নস্যাৎ করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিজের দলের অন্যতম প্রধান মুখ এবং পরিবারের সদস্যকে হারিয়ে শোকবিহ্বল শরদ পাওয়ার এখন চাইছেন, অহেতুক জল্পনা বা বিতর্ক এড়িয়ে শেষকৃত্য ও শোকপালন সম্পন্ন হোক।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊