Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে অনন্ত মহারাজের সঙ্গে শমীক ভট্টাচার্যের বৈঠক, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

কোচবিহারে অনন্ত মহারাজের সঙ্গে শমীক ভট্টাচার্যের বৈঠক, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে


শমীক ভট্টাচার্য, অনন্ত মহারাজ, কোচবিহার রাজনীতি, বিজেপি, রাজবংশী ভোট, বীর চিলা রায়, Shamik Bhattacharya, Ananta Maharaj, Cooch Behar BJP, North Bengal Politics, গ্রেটার কোচবিহার

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহারের রাজনীতিতে নয়া মোড়। কোচবিহারে এসে রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য সাক্ষাৎ করলেন গ্রেটার কোচবিহার নেতা ও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে। শনিবার রাতে অনন্ত মহারাজের আমন্ত্রণে তাঁর বাড়িতে নৈশভোজে যোগ দেন শমীক ভট্টাচার্য। দুজনের এই একান্ত বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য জানান, একই দলের সদস্য হিসেবে তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে। তিনি রসিকতা করে বলেন, "দুজন রাজনৈতিক ব্যক্তি যখন বসে, তখন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কথা হবে; লুডু খেলা বা ক্রিকেট নিয়ে নয়"।

শমীক ভট্টাচার্য জানান- কোচবিহারের মানুষের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা বীর চিলা রায় সহ অন্যান্য বিপ্লবীদের নাম পুনঃপ্রতিষ্ঠা করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন যে ভারতীয় ইতিহাসের পাতায় এই অঞ্চলের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং ভবিষ্যতে তা সংশোধনের পরিকল্পনা রয়েছে তাঁদের।

মাঝে মাঝেই অনন্ত মহারাজ রাজ্য বিজেপির একাংশের ওপর ক্ষোভ প্রকাশ করেন। সেই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "নিঃসন্দেহে ওঁর আবেগ কিছু জায়গায় আহত হয়েছে।" তিনি জানান যে, অতীতে রাজনাথ সিং, এস.এস. আহলুওয়ালিয়া থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গেও অনন্ত মহারাজের কথা হয়েছে। আগামী দিনে ভূপেন্দ্র যাদবও তাঁর সঙ্গে দেখা করতে পারেন বলে তিনি জানান।

এই বৈঠকে শমীক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন কোচবিহারের বিধায়ক মালতী রাভা, জেলা সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে কোচবিহারে ধাক্কা খাওয়ার পর বিধানসভা নির্বাচনের আগে রাজবংশী ভোটব্যাঙ্ক এবং অনন্ত মহারাজের মতো প্রভাবশালী নেতাকে পাশে রাখা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভিডিও সূত্র: এখানে দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code