Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিকাশভবন থেকে সিইও দফতর—এসএফআই ও বিএলও বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ

বিকাশভবন থেকে সিইও দফতর—এসএফআই ও বিএলও বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ

sir



একদিনে শহরের দু’প্রান্তে দু’টি আলাদা বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রাজপথ। রাজ্যের প্রশাসনিক কেন্দ্র বিকাশভবনে স্কুলে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষাব্যবস্থাকে ‘দুর্নীতিমুক্ত’ করার দাবিতে অভিযান চালায় বামেদের ছাত্র সংগঠন এসএফআই। অন্যদিকে, সেবকের মংপুতে তিস্তায় ঝাঁপ দিয়ে এক বিএলও-র আত্মঘাতী হওয়ার ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিএলও ঐক্য মঞ্চ।


দুপুরের দিকে বিকাশভবন চত্বরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। মুহূর্তের মধ্যেই খণ্ডযুদ্ধের চেহারা নেয় এলাকা। অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক এসএফআই কর্মী আহত হয়েছেন। যদিও পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছে। এসএফআই নেতৃত্বের অভিযোগ, রাজ্যের স্কুলগুলিতে ভয়াবহ শিক্ষক সংকট চলছে, অথচ নিয়োগ দুর্নীতির অভিযোগে হাজার হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ায় শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে।


অন্যদিকে, সিইও দফতরের সামনে বিএলও ঐক্য মঞ্চের বিক্ষোভেও ছিল তীব্র ক্ষোভ। মৃত বিএলও-র পরিবারের দাবি, নির্বাচন সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ ও প্রশাসনিক হেনস্থার জেরেই তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। বিক্ষোভকারীদের দাবি, বিএলও-দের উপর ‘অমানবিক চাপ’ অবিলম্বে বন্ধ করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code