Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল চত্বরে কুকুরের উপদ্রব রুখতে 'নোডাল টিচার' নিয়োগের নির্দেশ রাজ্যের, সুপ্রিম কোর্টের নির্দেশে কড়া পদক্ষেপ

স্কুল চত্বরে কুকুরের উপদ্রব রুখতে 'নোডাল টিচার' নিয়োগের নির্দেশ রাজ্যের, সুপ্রিম কোর্টের নির্দেশে কড়া পদক্ষেপ


West Bengal School Education Department, Stray Dog Menace, Supreme Court Order, Nodal Teacher, School Safety, PBSSM, Student Safety, Animal Birth Control, Dog Bite Prevention

কলকাতা: রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে রাস্তার কুকুরের উপদ্রব বা ‘স্ট্রে ডগ’ সমস্যা মোকাবিলায় এবার কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল চত্বরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে প্রতিটি স্কুলে একজন করে ‘নোডাল টিচার’ বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এবং সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখে এই মর্মে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি বিদ্যালয়কে একজন করে নোডাল টিচার ঠিক করতে হবে যিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার বিষয়টি তদারকি করবেন । এই নোডাল টিচারের প্রধান দায়িত্ব হবে স্কুল চত্বরের পরিচ্ছন্নতা বজায় রাখা, স্থানীয় প্রশাসন বা পুরসভার সঙ্গে সমন্বয় সাধন করা এবং পরিস্থিতির ওপর নজর রাখা ।

নির্দেশিকা অনুযায়ী, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো— অপরিকল্পিতভাবে বর্জ্য খাবার ফেলা, সীমানা প্রাচীরের অভাব এবং সচেতনতার অভাবেই এই সমস্যা বাড়ছে । তাই স্কুলগুলিকে স্থানীয় প্রশাসনের সহায়তায় সীমানা প্রাচীর বা বেড়া দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বাইরে থেকে কুকুর স্কুল চত্বরে প্রবেশ করতে না পারে । পাশাপাশি, প্রতি তিন মাসে অন্তত একবার পুরসভা বা পঞ্চায়েত কর্তৃপক্ষকে স্কুল পরিদর্শন করে নিশ্চিত করতে হবে যে স্কুল চত্বরে কোনো রাস্তার কুকুরের আস্তানা নেই ।

শুধুমাত্র পরিকাঠামো নয়, ছাত্রছাত্রী ও কর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নিতে বলা হয়েছে। কুকুর কামড়ালে প্রাথমিক চিকিৎসা কী হবে এবং কুকুর দেখলে কী ধরনের আচরণ করা উচিত, সেই বিষয়ে প্রতিটি স্কুলে সচেতনতামূলক সেশন আয়োজন করতে হবে ।

আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে জেলাগুলিকে এ বিষয়ে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে দেখার জন্য জেলা স্কুল পরিদর্শকদের (DI) জানানো হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code