Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কর্মীদের ছুটিতে কড়া বিধিনিষেধ জারি করল শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কর্মীদের ছুটিতে কড়া বিধিনিষেধ জারি করল শিক্ষা সংসদ

WBCHSE, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬, শিক্ষক কর্মীদের ছুটি, শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি, West Bengal Higher Secondary Examination, Teacher Leave Rules, Chir


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (সেমিস্টার ৪, সেমিস্টার ৩-এর সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতি) সুষ্ঠুভাবে পরিচালনা করতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ছুটির ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংসদ স্পষ্ট জানিয়েছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলাকালীন কোনো কর্মীকে সাধারণ ছুটি দেওয়া যাবে না।

সংসদের সভাপতি অধ্যাপক (ডঃ) চিরঞ্জীব ভট্টাচার্য স্বাক্ষরিত এই নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার দিনগুলিতে অত্যন্ত জরুরি চিকিৎসা (হাসপাতালে ভর্তি বা অস্ত্রোপচার) অথবা মাতৃত্বকালীন ছুটি ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই বিশেষ ক্ষেত্রেও উপযুক্ত নথিসহ সঠিক চ্যানেলের মাধ্যমে সংসদের আঞ্চলিক কার্যালয়ে আবেদন করতে হবে।

তবে, যে সকল কর্মীদের সন্তান (ward) ২০২৬ সালের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে তারা ছুটির আবেদন করতে পারবেন। যদি বাবা-মা উভয়েই সরকারি বা আধা-সরকারি চাকুরে হন, তবে তাদের মধ্যে যেকোনো একজন এই ছুটির সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো কর্মীর সন্তান এমন কোনো বিদ্যালয়ে পরীক্ষা দেয় যা পরীক্ষার কেন্দ্র (Venue) হিসেবে নির্বাচিত হয়েছে, তবে সেই কর্মী ওই কেন্দ্রে কোনোভাবেই পরীক্ষার ডিউটি করতে পারবেন না। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে তাকে নির্দিষ্ট সময় দূরে বা আইসোলেশনে থাকতে হবে। এই নির্দেশিকাকে অত্যন্ত জরুরি হিসেবে গণ্য করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code