Republic Day 2026: ৭৬তম না ৭৭তম? উদযাপন ঘিরে বিভ্রান্তি, জেনে নিন সঠিক অঙ্ক ও ইতিহাস
নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি: ২৬শে জানুয়ারি। ভারতের আকাশ-বাতাস মুখরিত হবে ‘জনগণমন’ বন্দনায়। রাজপথে কুচকাওয়াজ আর তেরঙ্গার অভিবাদনে মেতে উঠবে গোটা দেশ। কিন্তু এই উদযাপনের আগেই প্রতিবারের মতো এবারও অনেকের মনে, বিশেষ করে ছাত্রছাত্রী, বক্তা বা অ্যাঙ্করদের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে—এবার ২৬শে জানুয়ারি ভারত তার কত তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে? এটি কি ৭৬তম, নাকি ৭৭তম? আসুন, ইতিহাসের পাতা ও অঙ্কের হিসেবে এই বিভ্রান্তি দূর করা যাক।
অনেকের মনেই ধারণা থাকে যে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তির মতো প্রজাতন্ত্র দিবসের হিসেবটাও বোধহয় একই রকম। কিন্তু অঙ্কটা একটু আলাদা। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র বা রিপাবলিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ছিল ভারতের ‘প্রথম’ প্রজাতন্ত্র দিবস।
সেই হিসেবে:
- ১৯৫১ সালের ২৬ জানুয়ারি ছিল— ২য় প্রজাতন্ত্র দিবস (এক বছর পূর্ণ)।
- ১৯৫৯ সালে পালিত হয়— ১০ম প্রজাতন্ত্র দিবস।
- ১৯৯৯ সালে পালিত হয়— ৫০তম প্রজাতন্ত্র দিবস (সুবর্ণ জয়ন্তী)।
- ২০২৪ সালে পালিত হয়েছিল— ৭৫তম প্রজাতন্ত্র দিবস।
- সুতরাং, ২০২৬ সালের ২৬ জানুয়ারি ভারত উদযাপন করতে চলেছে তার ৭৭তম (77th) প্রজাতন্ত্র দিবস।
সহজ কথায়, ২০২৬ সালে ভারতের সংবিধান কার্যকরের ৭৬ বছর পূর্ণ হবে, কিন্তু আমরা উদযাপন করব ৭৭তম প্রজাতন্ত্র দিবস।
১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও, তখনো দেশের নিজস্ব কোনো সংবিধান ছিল না। আড়াই বছরের অক্লান্ত পরিশ্রমের পর ডঃ বি.আর. আম্বেদকরের নেতৃত্বাধীন ড্রাফটিং কমিটি সংবিধান প্রস্তুত করে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
সেদিন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ তোপধ্বনির (২১টি বন্দুকের স্যালুট) মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভারত একটি ‘সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটি পালিত হয়ে আসছে।
তাই আপনি যদি এই ২৬শে জানুয়ারি কোনো অনুষ্ঠানে বক্তৃতা দেন বা সঞ্চালনার দায়িত্বে থাকেন, তবে নির্দ্বিধায় বলুন— “আমরা ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে একত্রিত হয়েছি।”

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊