Latest News

6/recent/ticker-posts

Ad Code

Coochbehar News । কেন পদত্যাগ ? কারন জানালেন রবীন্দ্রনাথ ঘোষ

Coochbehar News । কেন পদত্যাগ ? কারন জানালেন রবীন্দ্রনাথ ঘোষ

Rabindranath Ghosh, Resignation, Cooch Behar Municipality, TMC, Abhishek Banerjee, West Bengal Politics, Cooch Behar News, Sangbad Ekalavya, রবীন্দ্রনাথ ঘোষ, পদত্যাগ, কোচবিহার পৌরসভা, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোচবিহার সংবাদ, রাজনৈতিক খবর

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ রাজনীতিক রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর এই আকস্মিক পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের সাংগঠনিক সংহতি এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশকে প্রধান হিসেবে উল্লেখ করেছেন।

রবীন্দ্রনাথ ঘোষ জানান যে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। দলের নির্দেশ অনুযায়ী, তাঁকে এখন থেকে দলীয় সংগঠনে আরও বেশি সময় দিতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোচবিহারের ৯টি বিধানসভা আসনেই জয়লাভ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করাই তাঁর বর্তমান মূল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে সংগঠনকে ঢেলে সাজাতে তিনি পৌরসভা থেকে অব্যাহতি নিয়েছেন।

রবীন্দ্রনাথ ঘোষ নিজেকে দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে বর্ণনা করে বলেন যে, দলের হাই কমান্ড যখন যা নির্দেশ দেয়, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেন। এর আগে তিনি জানিয়েছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে তিনি পদত্যাগ করবেন, এবং সেই কথা মেনেই গতকাল রাতে ফোন পাওয়ার পর আজ সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।

রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট করেছেন যে, কোনো বাহ্যিক চাপের মুখে নয়, বরং দলের প্রয়োজনে এবং সাংগঠনিক কাজের গুরুত্ব বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন । আজ সকাল ৯টায় তিনি মহকুমা শাসকের (SDO) কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

যদিও এই বিষয়ে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে জানিয়েছেন, এটি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় হলেও একজন অভিজ্ঞ নেতা হিসেবে রবীন্দ্রনাথ বাবুর অবদান অস্বীকার করার উপায় নেই। বিধায়কের মতে, তৃণমূলের জন্মলগ্ন থেকে রবীন্দ্রনাথ ঘোষ দলকে মাঠে-ময়দানে লড়াই করে এই জায়গায় নিয়ে এসেছেন। এমনকি একসময় দল পরিচালনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অর্থ সাহায্যও পাঠাতেন বলে দাবি করেন নিখিল বাবু।

বিজেপি বিধায়কের ভাষায়, "পুরনো লোক যারা দলের সম্পদ, যারা দলকে সৃষ্টি করেছে, এমন লোককে যদি দল একেবারে বিতাড়িত করে দেয়, তবে তাতে দলের কোনো লাভ হবে না"।

ভিডিওর লিঙ্ক: https://youtube.com/shorts/PtoWU-sJKN4?feature=share

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code