Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: ট্রাম্পের হাতে নিজের নোবেল তুলে দিলেন মাচাদো! নিয়মভঙ্গ নিয়ে কী জানাল কমিটি?

ট্রাম্পের হাতে নিজের নোবেল তুলে দিলেন মাচাদো! নিয়মভঙ্গ নিয়ে কী জানাল কমিটি?

Donald Trump, María Corina Machado, Nobel Peace Prize 2025, Venezuela, Nicolas Maduro, Nobel Committee Statement, World News, ভেনেজুয়েলা, মারিয়া করিনা মাচাদো, নোবেল শান্তি পুরস্কার

ওয়াশিংটন: ভেনেজুয়েলার বিরোধী নেত্রী তথা ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো (María Corina Machado) তাঁর পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হাতে তুলে দিয়েছেন। নজিরবিহীন এই ঘটনা ঘিরে আন্তর্জাতিক মহলে তুমুল বিতর্ক ও জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছিল, এভাবে কি নোবেল পুরস্কার হস্তান্তর করা যায়? অবশেষে শুক্রবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নোবেল কমিটি।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সাক্ষাৎ করেন মারিয়া করিনা মাচাদো (María Corina Machado)। সেই সাক্ষাতেই তিনি নিজের অর্জিত নোবেল পদকটি ট্রাম্পের হাতে তুলে দেন। মাচাদোর মতে, মার্কিন প্রেসিডেন্টই এই পুরস্কারের প্রকৃত যোগ্য দাবিদার।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন ফৌজ বিশেষ অপারেশন চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে মাচাদো (María Corina Machado) ‘ভেনেজুয়েলায় স্বাধীনতার সূর্যোদয়’ বলে অভিহিত করেছেন। তিনি আগেই ঘোষণা করেছিলেন যে, ট্রাম্পের (Donald Trump) এই পদক্ষেপের জন্য তিনি নিজের পুরস্কার তাঁর সঙ্গে ভাগ করে নিতে চান।

মাচাদো (María Corina Machado) নোবেল জয়ের সুবাদে একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা এবং পুরস্কারমূল্য হিসেবে ১১ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। পদকটি ট্রাম্পকে দিয়ে দেওয়ার পর প্রশ্ন ওঠে, তাহলে কি পুরস্কারের বিপুল অর্থও ট্রাম্প পাবেন? নাকি এভাবে পুরস্কার হস্তান্তর করে মাচাদো নোবেল ফাউন্ডেশনের নিয়ম ভেঙেছেন?

শুক্রবার একটি বিবৃতি জারি করে যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়েছে নোবেল কমিটি। তাদের বক্তব্যে উঠে এসেছে দুটি মূল বিষয়:

১. নোবেল কমিটির মতে, পদক বা অর্থ যা-ই হস্তান্তর করা হোক না কেন, ইতিহাসের পাতায় এবং নথিপত্রে মূল বিজয়ী হিসেবে মারিয়া করিনা মাচাদোর নামই লিপিবদ্ধ থাকবে। এই স্বীকৃতি বদলানো সম্ভব নয়।

২. কমিটি স্পষ্ট জানিয়েছে, পুরস্কার পাওয়ার পর পদক, ডিপ্লোমা বা অর্থ দিয়ে বিজয়ী কী করবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। এ ক্ষেত্রে নোবেল ফাউন্ডেশনের কোনও নিষেধাজ্ঞা নেই। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়,
"তিনি (বিজয়ী) সেগুলি কাউকে হস্তান্তর করতে পারেন, বিক্রি করে দিতে পারেন কিংবা উৎসর্গ করে দিতে পারেন। সেখানে নোবেল কমিটি হস্তক্ষেপ করবে না।"
অর্থাৎ, মাচাদো (María Corina Machado) তাঁর পদক ট্রাম্পকে (Donald Trump) দিয়ে কোনও নিয়মভঙ্গ করেননি, তবে খাতায়-কলমে ২০২৫ সালের শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর নামই অক্ষুণ্ণ থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code