Latest News

6/recent/ticker-posts

Ad Code

India's National Crush: ‘ভারতের নতুন ক্রাশ!’ বেঙ্গালুরুর রাস্তায় শাড়ি পরা জার্মান তরুণীর ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া

‘ভারতের নতুন ক্রাশ!’ বেঙ্গালুরুর রাস্তায় শাড়ি পরা জার্মান তরুণীর ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া



ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কখন কী ভাইরাল হয়, তা আন্দাজ করা কঠিন। তবে এবার এক জার্মান তরুণীর শাড়ি পরা ছবি রাতারাতি মন জয় করেছে কোটি ভারতীয়র। বেঙ্গালুরুর রাস্তায় ট্র্যাডিশনাল ভারতীয় সাজে ওই বিদেশিনিকে দেখে নেটিজেনরা তাঁকে ‘ভারতের নতুন ক্রাশ’ (India's National Crush) বলেও সম্বোধন করছেন।

সম্প্রতি ইনস্টাগ্রাম এবং এক্সে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, এক স্বর্ণকেশী তরুণী বেঙ্গালুরুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁর পরনে রয়েছে লাল পাড় ঘিয়ে রঙের একটি সুতির শাড়ি, কপালে ছোট্ট টিপ এবং কানে ঝোলা দুল। ওই ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, তিনি জার্মানির বাসিন্দা। বেঙ্গালুরুর রাস্তায় ঘোরার সময় এক স্থানীয় ফটোগ্রাফারের নজরে পড়েন তিনি। এরপর ওই ফটোগ্রাফার তাঁর কিছু ক্যানডিড ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়।

Viral News, German Girl in Saree, Bangalore Streets, India's National Crush, Social Media Trend, Indian Culture, Viral Photography, Atithi Devo Bhava.
viral giral lizlaz

ছবিগুলি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। বিদেশিনি হয়েও ভারতীয় পোশাকে তিনি যেভাবে সাবলীল, তা দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই লিখেছেন, "শাড়িতে ভারতীয় নারীদের মতোই সুন্দর লাগছে তাঁকে।"

Viral News, German Girl in Saree, Bangalore Streets, India's National Crush, Social Media Trend, Indian Culture, Viral Photography, Atithi Devo Bhava.
viral girl lizlaz

তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ কেউ তাঁকে ‘ভারতের জাতীয় ক্রাশ’(India's National Crush)-এর তকমাও দিয়েছেন। ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর এই ভালোবাসা দেখে অনেকেই ‘অতিথি দেব ভব’ বলে তাঁকে স্বাগত জানিয়েছেন।

Viral News, German Girl in Saree, Bangalore Streets, India's National Crush, Social Media Trend, Indian Culture, Viral Photography, Atithi Devo Bhava.
viral girl lizlaz

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বিদেশিদের ভারতীয় সংস্কৃতি গ্রহণ করার ছবি বা ভিডিও বেশ জনপ্রিয়। বিশেষ করে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটররা যখন শাড়ি বা কুর্তা পরে ভারতীয় রাস্তায় বের হন, তা দ্রুত ভাইরাল হয়। এই জার্মান তরুণীর ঘটনাটিও সেই তালিকার এক নতুন সংযোজন, যা প্রমাণ করে যে ভারতীয় ঐতিহ্য ও পোশাকের কদর বিশ্বজুড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code