‘তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার!’ মোদীর সভার পরেই ভাইরাল বিজেপির নতুন থিম সং
ওয়েব ডেস্ক: মালদহের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিলেন, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’। আর প্রধানমন্ত্রীর সেই স্লোগানকে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল বঙ্গ বিজেপির নতুন মিউজিক ভিডিও (BJP Theme Song)। গানটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই গানটিই হতে চলেছে বিজেপির প্রধান প্রচার অস্ত্র।
প্রায় পাঁচ মিনিটের এই মিউজিক ভিডিওটিতে রাজ্যের বর্তমান পরিস্থিতির এক খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। গানের কথায় উঠে এসেছে নিয়োগ দুর্নীতি, কয়লা ও বালি পাচার, সন্দেশখালি এবং আরজি কর কাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়গুলি। গানের (BJP Theme Song) কলিতে বলা হয়েছে, “কালো মেঘের ছায়া যে আছে এই বাংলার বুকে... তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।” দুর্নীতির পাশাপাশি ভিডিওটিতে বাংলার সংস্কৃতি, দুর্গাপূজা এবং ঐতিহ্যের মেলবন্ধনও ঘটানো হয়েছে, যা দর্শকদের আবেগকে স্পর্শ করার চেষ্টা করেছে।
মালদহের সভায় প্রধানমন্ত্রীর মুখে স্লোগান শোনা মাত্রই সোশ্যাল মিডিয়ায় এই সুদৃশ্য ভিডিওটি প্রকাশ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এটি বিজেপির পূর্বপরিকল্পিত রণকৌশল। ভিডিওর উচ্চমানের এডিটিং, শুটিং এবং দ্রুত রিলিজ দেখে বোঝা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সফরের আগে থেকেই এই ‘থিম সং’ (BJP Theme Song) প্রস্তুত রাখা হয়েছিল। বিজেপি নেতৃত্ব চাইছে ‘আব কি বার মোদী সরকার’-এর মতোই এই নতুন স্লোগানটি মানুষের মুখে মুখে ফিরুক।
বিজেপির এই গানের ভিডিওর পাশাপাশি রাজ্য সরকারের ‘লক্ষ্মী এল ঘরে’ নামক একটি সিনেমার ট্রেলার নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী, অঙ্কুশ অভিনীত ওই সিনেমায় লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর মতো সরকারি প্রকল্পগুলিকে তুলে ধরা হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে সরকারি খরচে তৈরি এই সিনেমা আদতে শাসকদলের নির্বাচনী প্রচার ছাড়া আর কিছু নয়। একদিকে বিজেপির ঝাঁঝালো রাজনৈতিক গান, আর অন্যদিকে তৃণমূলের সরকারি প্রকল্পের প্রচারমূলক ছবি— দুইয়ে মিলে ভোটের আগে সরগরম ভার্চুয়াল জগত।
বিজেপির নতুন গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এর রিদম এবং কথা বেশ জনপ্রিয়তা পাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সভা-সমিতি এবং রোড শো-তে কর্মীদের চাঙ্গা করতে এই গান বড় ভূমিকা নিতে পারে।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊