দিনহাটায় বিডিও অফিস চত্বরে বিএলওকে হুমকির অভিযোগ! চাঞ্চল্য
দিনহাটা:
দিনহাটা এক নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের ৬/৮০ নম্বর বুথের বিএলওকে কাগজ দিয়ে মাথায় ঢিল ও হুমকির দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দিনহাটা এক নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে। জানা গিয়েছে, এদিন বিডিও অফিসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত শুনানি চলছিল। সেই সময় দায়িত্ব পালন ও তদারকির কাজ করছিলেন ওই বিএলও।
হঠাৎই এক ব্যক্তি এসে তাঁর মাথায় কাগজ দিয়ে ঢিল মারে বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় প্রশাসন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলেও পরে তা মিটিয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রায় দেড়শ জন বিএলও। তাঁদের অভিযোগ ছিল, কাজ করতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে এই কাজে যুক্ত শিক্ষকদের সম্পর্কের অবনতি ঘটছে বলেও তাঁরা জানিয়েছিলেন। সেই আন্দোলনের অংশ হিসেবেই তাঁরা গণইস্তফাপত্র জমা দেন।
এর মধ্যেই ফের বিএলও-র উপর আক্রমণ বা হুমকির ঘটনা প্রশাসনিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সরকারি কর্মীদের নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊