৭ দফা দাবিতে ডেপুটেশন আজিমগঞ্জ-জিয়াগঞ্জ রেল যাত্রী মঞ্চ
৭ দফা দাবিতে আজিমগঞ্জ-জিয়াগঞ্জ রেল যাত্রী মঞ্চ ডেপুটেশন দিল আজিমগঞ্জ রেল স্টেশনে। দাবি গুলি হল:
1) আজিমগঞ্জ হয়ে চলাচলকারী কয়েকটি ট্রেন যেমন ট্রেন নং 53053/54 (নিমতিতা অব্দি), 13177/13178 (জঙ্গিপুর অব্দি) মালদা অথবা ফরাক্কা জংশন অব্দি বর্ধিত কর।
2) খুব শীঘ্রই আজিমগঞ্জ-এর PRS COUNTER-এর কর্মঘণ্টা বারিয়ে রাত 8 টা অব্দি করা। প্ল্যাটফর্ম নং 4/5 এবং 6-এ লিফট স্থাপন করুন। AZ-তে অবসর কক্ষ যাত্রীদের জন্য অত্যন্ত অপরিহার্য। AZ এবং AZ থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের টয়লেট নিয়মিত পরিষ্কার করা উচিত।
3) খাগড়াঘাট রোড স্টেশনে 12501/12502, 12517/518, 13063/64, 13189/90 নম্বরের ট্রেনগুলোর স্টপেজ প্রদান করুন।
4) বিকেল পাঁচটা বা পাঁচটার পরে আজিমগঞ্জ থেকে নলহাটি বা রামপুরহাটের লোকাল ট্রেন দাওয়া। 63033/34 ট্রেনটিকে রামপুরহাট পর্যন্ত সম্প্রসারিত করা।
৫) প্রস্তাবিত ও অনুমোদিত কলকাতা-মালদা আন্তঃনগর ট্রেন (AZ-MBB লিঙ্ক অথবা নসিপুর রেল সেতুর মাধ্যমে) খুব শীঘ্রই চালু করা।
৬) ১৩১৪৭/৪৮ (শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস) AZ-MBB লিঙ্কের বা আজিমগঞ্জ হয়ে নসিপুর বীজ দিয়ে চালানো, যেমনটি ২০০৪ সালের অক্টোবরের আগের মতোই এই ট্রেনটিকে আজিমগঞ্জ এর মধ্য দিয়ে চালানো হতো।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊