Latest News

6/recent/ticker-posts

Ad Code

Budget 2026 Halwa Ceremony: হালুয়া অনুষ্ঠানের মাধ্যমে কাউন্টডাউন শুরু, অর্থমন্ত্রীর হাতে সূচনা ‘লক-ইন’ প্রক্রিয়ার

Budget 2026 Halwa Ceremony: হালুয়া অনুষ্ঠানের মাধ্যমে কাউন্টডাউন শুরু, অর্থমন্ত্রীর হাতে সূচনা ‘লক-ইন’ প্রক্রিয়ার

বাজেট ২০২৬, হালুয়া অনুষ্ঠান, নির্মলা সীতারমন, কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭, লক-ইন প্রক্রিয়া, ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ, Budget 2026 Halwa Ceremony, Union Budget 2026-27, Nirmala Sitharaman, Budget Lock-in.

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি, ২০২৬: ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশের আর মাত্র কয়েক দিন বাকি। এই মহাযজ্ঞের চূড়ান্ত প্রস্তুতির সূচনা হলো আজ ঐতিহ্যবাহী 'হালুয়া অনুষ্ঠান'-এর মাধ্যমে। নর্থ ব্লকের বাজেট প্রেসে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজে কড়াইয়ে হালুয়া নেড়ে এবং আধিকারিকদের মিষ্টিমুখ করিয়ে দীর্ঘদিনের এই প্রথা পালন করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং অর্থ মন্ত্রকের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা।

ভারতীয় বাজেট প্রক্রিয়ায় এই হালুয়া অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। মূলত মিষ্টিমুখ করে যেকোনো শুভ কাজ শুরু করার ভারতীয় রীতি মেনেই এই আয়োজন করা হয়। তবে এর নেপথ্যে রয়েছে কঠোর গোপনীয়তা রক্ষার এক প্রক্রিয়া, যা ‘লক-ইন’ (Lock-in) নামে পরিচিত। হালুয়া বিতরণের পরই বাজেট তৈরির সঙ্গে যুক্ত আধিকারিক এবং কর্মীরা নর্থ ব্লকের বেসমেন্টে ‘লক-ইন’ অবস্থায় চলে যান। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ না হওয়া পর্যন্ত তাঁরা বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন। পরিবার বা পরিজনদের সঙ্গে যোগাযোগও এই সময়ে নিষিদ্ধ থাকে, যাতে বাজেটের কোনো তথ্য আগেভাগে ফাঁস না হয়ে যায়।

প্রযুক্তি ও পরিবেশের কথা মাথায় রেখে এবারও মোদী সরকার 'কাগজবিহীন' বা পেপারলেস বাজেটের ওপর জোর দিয়েছে। অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ এবং সাধারণ মানুষের সুবিধার্থে 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ' (Union Budget Mobile App)-এর মাধ্যমে সমস্ত তথ্য উপলব্ধ করা হবে। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর বাজেট ভাষণ শেষ হওয়ার ঠিক পরেই বার্ষিক আর্থিক বিবৃতি (Annual Financial Statement), অনুদানের দাবি (Demands for Grants) এবং অর্থ বিল (Finance Bill)-সহ যাবতীয় নথি এই অ্যাপে আপলোড করে দেওয়া হবে।

আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২৬-২৭ সালের বাজেট পেশ করবেন। হালুয়া অনুষ্ঠানের মাধ্যমে আজ থেকেই শুরু হয়ে গেল সেই মাহেন্দ্রক্ষণের চূড়ান্ত কাউন্টডাউন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code