বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না বাংলাদেশের ক্রিকেটাররা, ঘোষণা ক্রীড়া উপদেষ্টার!
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ নিয়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। রবিবার বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, বাংলাদেশ ক্রিকেট দল এই বিশ্বকাপ খেলতে ভারতে সফর করবে না।
জানা যাচ্ছে, BCB-র ১৭ জন পরিচালক মিলিত আলোচনা শেষে এই সিদ্ধান্তে সম্মত হন। এর পাশাপাশি বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-কে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে অনুরোধ করেছে যে, বাংলাদেশ দলকে ভারতে না পাঠিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার বিষয়ে বিবেচনা করা হোক। এই অনুরোধে উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
BCB ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন। বোর্ডের সঙ্গে সরকারের উপদেশকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। BCB-র তরফে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলকে ভারতে পাঠানো আমাদের জন্য সম্ভব নয়।”
বাংলাদেশ দল আগামী ৭ ফেব্রুয়ারি এডেন গার্ডেন্স, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল। তাদের গ্রুপে থাকা অন্যান্য দলগুলো হল ইটালি, নেপাল, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে BCB-র এই অনুরোধের প্রতি ICC-এর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
বিশ্বকাপের এই নতুন বিতর্ক ক্রিকেট বিশ্বে নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এবং আগামী দিনে ICC-র সিদ্ধান্ত কেমন আসে, তা নিয়ে স্পোর্টস দুনিয়ায় সংশ্লিষ্ট সবাই অপেক্ষা করছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊