ভারত একেবারেই নিরাপদ নয়, বিশ্বকাপের মাঠ বদল করার কথা ICC-কে জানালো বাংলাদেশ বোর্ড
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-কে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে তাদের বিশ্বকাপ ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করার জন্য। বোর্ডটি নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাসহ বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে এই আবেদন জানিয়েছে।
BCB-র পরিচালকমণ্ডলীর এক জরুরি বৈঠকের পরে রবিবার একটি আফিসিয়াল বিবৃতি জারি করে বলা হয়েছে, বর্তমান অবস্থায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং তাই তাদের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো স্থানে সরিয়ে দেওয়া হোক এমনই অনুরোধ ICC-কে পাঠানো হয়েছে।
বাংলাদেশের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইসহ বিভিন্ন ভেন্যুতে। তবে নিরাপত্তা উদ্বেগ ও বর্তমান রাজনৈতিক-সামাজিক পরিস্থিতি বিবেচনা করে BCB এই সিদ্ধান্ত নিয়েছে। BCB-এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে “নিরাপত্তা ও খেলোয়াড়দের সুব্যবস্থা নিশ্চিত না হলে ভারতে খেলা অসম্ভব”।
এ ব্যাপারে ICC এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ICC প্রাথমিকভাবে বাংলাদেশ দলের খেলা শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনা উন্মুক্ত রেখে কথা দেখছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশ সরকারও নিরাপত্তা বিষয়ক উদ্বেগ বাতলে BCB-কে মাঠ বদলের বিষয়ে পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। BCB-র এই অনুরোধের ফলে বিশ্বকাপের একাধিক গ্রুপ ম্যাচের ভেন্যু ও সূচিতে পরিবর্তন আসতে পারে এটি ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার উদ্বেগ তৈরি করেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊