Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন মুস্তাফিজুর!

কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন মুস্তাফিজুর! 

Mostafizur


কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার আশাভঙ্গ হলো বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার মোস্তাফিজুর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার আশাভঙ্গ হওয়ার আগের দিনেই নজির গড়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন মুস্তাফিজুর। জোরে বোলার হিসাবে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার নজিরও গড়েন।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নেওয়ার আনন্দ সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বাঁহাতি জোরে বোলার। পরের দিনই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের জোরে বোলারকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে ৯ কোটি ২০ লাখ টাকা পেয়েও এ বার আইপিএল খেলা হবে না তাঁর।

ভারতীয় বোর্ডের নির্দেশ মেনে আগেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর সমাজ মাধ্যম থেকেও মুছে দেওয়া হয় মুস্তাফিজুরের ছবি। ফলে ২৫ জনের বদলে এখন ২৪ জন ক্রিকেটার কেকেআরে। তবে একজন ক্রিকেটার কেনান সুযোগ পাবে এখন কেকেআর।

নিয়ম অনুযায়ী, কেকেআরে কোনও আর্থিক ক্ষতি হবে না। প্রথমত, আইপিএল শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারকে। দ্বিতীয়ত, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হচ্ছে সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে। যা কেকেআর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই। শাহরুখের দল পুরো ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যবহার করতে পারবে পরিবর্ত ক্রিকেটার নেওয়ার জন্য।

বোর্ডের নির্দেশের প্রেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করেন কেকেআর কর্তৃপক্ষ। শিরোনামে লেখা হয়, ‘‘কলকাতা নাইট রাইডার্স দলের আপডেট।’’ মূল বিবৃতিতে লেখা হয়, ‘‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশ এবং পরামর্শ মেনে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই এক জন পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে কলকাতা নাইট রাইডার্সকে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সময় মতো জানানো হবে।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code