Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বিক্ষোভ, কড়া পুলিশি ব্যবস্থা

ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বিক্ষোভ, কড়া পুলিশি ব্যবস্থা

Asha Workers protest at Kolkata


কলকাতা:

রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সেই আন্দোলনের অংশ হিসেবেই এদিন ফের স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন আশা কর্মীরা। ভাতা বৃদ্ধি, দীর্ঘদিনের সমস্ত বকেয়া পরিশোধ, ছুটির অধিকার, মৃত্যু কালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ-সহ একাধিক দাবিতে এদিন স্বাস্থ্য ভবনে অবস্থান কর্মসূচি রয়েছে তাঁদের।


পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলা থেকে গ্রাম ও শহর মিলিয়ে হাজার হাজার আশা কর্মী কলকাতার উদ্দেশে রওনা হন। সকাল থেকেই বিভিন্ন স্টেশন ও পথে কর্মীদের আনাগোনা লক্ষ্য করা যায়। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ভবনের সামনে ত্রিস্তরীয় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। পাশাপাশি, কলকাতা ও শহরতলির একাধিক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

অভিযোগ, ট্রেন থেকে নামার পরই বহু আশা কর্মীকে পুলিশ আটক করছে। অনেককে স্টেশন চত্বরেই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা। তাঁদের দাবি, শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবিদাওয়া জানাতেই তাঁরা কলকাতায় এসেছেন।


অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দিনের শেষে স্বাস্থ্য ভবনের সামনে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code