Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্লেব্যাক গায়কীকে বিদায় জানালেন অরিজিৎ সিং, ফোকাস এবার স্বাধীন সঙ্গীতে

প্লেব্যাক গায়কীকে বিদায় জানালেন অরিজিৎ সিং, ফোকাস এবার স্বাধীন সঙ্গীতে

Arijit Singh, Arijit Singh Retirement, Bollywood Playback Singing, Independent Music, Arijit Singh News 2026, Tum Hi Ho, Channa Mereya, অরিজিৎ সিং, বলিউড, প্লেব্যাক গায়ক


মুম্বই: এক যুগের অবসান। যে কণ্ঠস্বর গত এক দশক ধরে বলিউডের রোমান্টিক এবং বিরহের গানের সমার্থক হয়ে উঠেছিল, সেই কণ্ঠ আর নতুন কোনো সিনেমার জন্য শোনা যাবে না। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) ঘোষণা করলেন, তিনি বলিউড প্লেব্যাক গায়কী থেকে অবসর নিচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে তাঁর এই আকস্মিক ঘোষণায় স্তম্ভিত গোটা দেশ। ২০২৬ সালের শুরুতেই সঙ্গীত জগতে যেন বড়সড় ছন্দপতন।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের অফিশিয়াল হ্যান্ডেলে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন ৩৮ বছর বয়সী এই গায়ক (Arijit Singh)। তিনি লেখেন, “সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এখন থেকে আমি আর নতুন কোনো কাজ করব না প্লেব্যাক গায়ক হিসেবে। আমার এই যাত্রা ছিল খুব সুন্দর।” এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সিনেমার জন্য গান গাওয়ার অধ্যায় তিনি এখানেই শেষ করছেন।

অরিজিতের (Arijit Singh) এই সিদ্ধান্তে অনুরাগীরা হতাশ হলেও, গায়ক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার করে দিয়েছেন। তিনি সঙ্গীত জগত থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না। বরং তাঁর লক্ষ্য এখন ‘ইন্ডিপেন্ডেন্ট মিউজিক’ বা স্বতন্ত্র সঙ্গীতের দিকে। সিনেমার নির্দিষ্ট গণ্ডি ও শর্তের বাইরে বেরিয়ে তিনি নিজের মতো করে গান তৈরি করতে চান। সৃজনশীলতার নতুন দিগন্ত খুঁজতেই এই পালাবদল বলে মনে করছেন সঙ্গীত সমালোচকরা। তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, ২০২৬ সালে মুক্তি পেতে চলা বেশ কিছু সিনেমার জন্য তিনি ইতিমধ্যেই চুক্তিবদ্ধ ছিলেন এবং সেই গানগুলি তিনি শেষ করবেন। ফলে চলতি বছরে তাঁর কিছু নতুন গান রিলিজ হবে।

‘আশিকি ২’-এর “তুম হি হো” দিয়ে যে ঝড়ের শুরু হয়েছিল, পরবর্তী এক দশকে তা থামেনি। “চান্না মেরিয়া”, “ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি”-র গান থেকে শুরু করে সাম্প্রতিককালের “কেসারিয়া”— অরিজিৎ সিং মানেই ছিল সুপারহিট। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মান তাঁর ঝুলিতে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে এসে মুম্বইয়ের মসনদ দখল করার এই গল্প ছিল রূপকথার মতো। তাই তাঁর সরে দাঁড়ানোকে অনেকেই ‘যুগান্তকারী পরিবর্তন’ বা ‘এন্ড অফ এন এরা’ হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক অনুরাগী লিখেছেন, “বলিউড আর আগের মতো থাকবে না।” অন্য একজন লিখেছেন, “আপনার স্বাধীন সঙ্গীতের জন্য অপেক্ষা করব, কিন্তু সিনেমায় আপনার গলা মিস করব।” অনেকেই মনে করছেন, অরিজিৎ সিং-এর মতো প্রতিভার এই সিদ্ধান্ত বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিশাল শূন্যতা তৈরি করবে যা পূরণ করা সহজ নয়।

এখন দেখার বিষয়, প্লেব্যাক সিগিং-এর গ্ল্যামারাস দুনিয়া ছেড়ে স্বাধীন মিউজিকের জগতে অরিজিৎ (Arijit Singh) নিজেকে কীভাবে নতুন করে আবিষ্কার করেন। তাঁর অগণিত ভক্ত এখন সেই নতুন শুরুর অপেক্ষাতেই দিন গুনছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code