অজিত পাওয়ারের মৃত্যুতে 'যথোপযুক্ত তদন্তের' দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ঘা শুকোতে না শুকোতেই আবার এক বিমান দুর্ঘটনার খবর তোলপাড় করে দিল দেশে। বুধবার সকালে দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে যাত্রী হিসেবে ছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। তাঁর সব সহযাত্রীরও একই পরিণতি হল। অবতরণের সময় বিমানে আগুন, পরপর বিস্ফোরণ, ফেটে টুকরো টুকরো হয়ে পড়ে রইল অবশেষটুকু। অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শোক প্রকাশের সাথে সাথে ঘটনার উপযুক্ত তদন্তের দাবিও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ' অজিত পাওয়ারের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। বারামতীতে বিমান দুর্ঘটনায় উপ মুখ্যমন্ত্রী ও তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। শরদ পাওয়ার-সহ অজিতের পরিবার, পরিজনকে সমবেদনা । ঘটনার যথোপযুক্ত তদন্তের হওয়া দরকার' ।
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা প্রকাশ করার পাশাপাশি দিল্লি যাওয়াও স্থগিত করলেন ।
মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে আছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। একটি চার্টার বিমান বুধবার সকালে মুম্বই থেকে বারামতির উদ্দেশে যাওয়ার সময় অবতরণের চেষ্টা করার সময় বারামতি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে।
সূত্রের খবর দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ছিলেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পাশাপাশি তাঁর দুই নিরাপত্তা কর্মী ও ক্রু মেম্বাররা। কোনোক্রমেই কেউ বেঁচে নেই।
বুধবার সকাল প্রায় ৯টা ১২ মিনিটে (IST) ঘটে যখন নামে বিমাটি বারামতি বিমানবন্দরের রানওয়ের দ্বিতীয় অ্যাপ্রোচের সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং আছড়ে পড়ে ভেঙে গিয়ে তীব্র আগুনে ঘিরে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা এমনটাই খবর।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊