প্রজাতন্ত্র দিবসে সমাজসেবার বার্তা, দুস্থদের পাশে দাঁড়াল 'আদ্যা মা ট্রাস্ট'
দিনহাটা: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক বিশেষ সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করল কোচবিহারের গোসানিমারির স্বেচ্ছাসেবী সংস্থা 'আদ্যা মা ট্রাস্ট'। এদিন শালবাগান বসেরটারি এলাকার দুঃস্থ শিশু ও মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং সংস্থার পক্ষ থেকে সমাজসেবার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রাস্টের সদস্যা জয়তী ভৌমিক এলাকাবাসীর উদ্দেশ্যে সংস্থার কার্যকলাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, গোসানিমারি পুরাতন হাসপাতালের পেছনে অবস্থিত তাঁদের মন্দিরে প্রতিদিন মায়ের পুজো ও ভোগ নিবেদন করা হয়। শনি ও মঙ্গলবার সেখানে যে কেউ গিয়ে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন।
নিজেদের অরাজনৈতিক অবস্থান স্পষ্ট করে জয়তী দেবী বলেন, "আমরা কোনো রাজনৈতিক দল বা সরকারি সাহায্য ছাড়াই সাধারণ মানুষের সহযোগিতায় এই ট্রাস্ট চালাই। অসুস্থ মানুষ, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা বা দুস্থ শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।"
এদিন ২৬শে জানুয়ারি উপলক্ষ্যে এলাকার মা-বোনেদের শাড়ি এবং শিশুদের পোশাক বিতরণ করা হয়। জয়তী দেবী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, নতুন কাপড়ের পাশাপাশি ব্যবহারযোগ্য পুরনো কাপড়ও তাঁরা সংগ্রহ করে বিলি করছেন, যা এলাকাবাসী সানন্দে গ্রহণ করেছেন। তিনি আশ্বাস দেন, চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন, দুস্থ মেয়েদের বিবাহ বা শিশুদের পড়াশোনার ক্ষেত্রেও 'আদ্যা মা ট্রাস্ট' সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রয়োজনে যোগাযোগের জন্য তিনি ট্রাস্টের ফোন নম্বরও এলাকাবাসীর সঙ্গে ভাগ করে নেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊