Latest News

6/recent/ticker-posts

Ad Code

'দিদির কাছে ইডি হেরেছে, সম্মানের সঙ্গে হারতে চায় বিজেপি': অখিলেশ যাদব

'দিদির কাছে ইডি হেরেছে, সম্মানের সঙ্গে হারতে চায় বিজেপি': অখিলেশ যাদব 

Mamata Banerjee



লখনউ থেকে কলকাতায় পা রেখেই রাজনৈতিক বার্তা দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শহরে পৌঁছেই আইপ্যাক-কাণ্ড নিয়ে সরব হন তিনি। বিজেপিকে আক্রমণ করে অখিলেশের মন্তব্য, “দিদি ইডিকে হারিয়েছেন, ফের বিজেপিকেও হারাবেন।”

শুধু আইপ্যাক-কাণ্ডই নয়, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রসঙ্গেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সপা প্রধান। তাঁর ইঙ্গিতপূর্ণ বক্তব্যে কেন্দ্রীয় সংস্থা ও শাসকদলের ভূমিকা নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

তবে বাংলায় পা রেখেই তৃণমূল কংগ্রেসের প্রতি নিজের আস্থার কথাই তুলে ধরেছেন সমাজবাদী পার্টির প্রধান। বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আইপ্যাক-কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে বিরোধী শক্তির লড়াইয়ে তৃণমূলের পাশেই রয়েছে তাঁর দল। রাজনৈতিক মহলের মতে, অখিলেশের এই মন্তব্য আগামী দিনে বিজেপি-বিরোধী সমীকরণকে আরও জোরালো করতে পারে।

এদিন বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করেন অখিলেশ। তিনি বলেন, "সবার আগে বলতে চাই যে, বিজেপির SIR ভোট বাড়ানোর জন্য নয়। ভোট কাটার জন্য। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে সবসময় আশা করা হয় যে, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। যে অভিযোগ থাকবে, তার সমাধান করবে। কিন্তু, এখানে দেখা যাচ্ছে যে, উত্তরপ্রদেশ হোক, বিহার হোক বা পশ্চিমবঙ্গে... এরা ভোট বেশি কাটতে চায়। ভোট কাটার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যেখানে বিজেপি হারছে সেখানে ভোট কাটার কাজ বেশি করছে। এইসব ঘৃণা ছড়ানোর লোকজন, বিজেপির এইসব সঙ্গী-সাথীরা জানে না যে, পশ্চিমবঙ্গ একটা সাংস্কৃতিক ইউনিট। এটা রাজনৈতিক ইউনিট নয়। পশ্চিমবঙ্গ এমন জায়গা যেখান থেকে বিশ্ব মানবতাবাদের বার্তা...ভালবাসার বার্তা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আমরা সবাই এক। কাজেই, এখানে ঘৃণার তত্ত্ব কাজ করবে না। দিদির কাছে ইডি হেরেছে। আমাদের বিশ্বাস, এখানে দিদির বিরুদ্ধে বিজেপি সফল হবে না। বিজেপি হারবে। বিজেপি জানে যে ওরা হারবে। কিন্তু, সম্মানের সঙ্গে হারতে চায়।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code