Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখে অক্সিজেন মাস্ক পরে সাইকেলে পরিবেশ রক্ষার বার্তা, উত্তরবঙ্গে গাছ লাগানোর ডাক বাবলু বর্মনের

মুখে অক্সিজেন মাস্ক পরে সাইকেলে পরিবেশ রক্ষার বার্তা, উত্তরবঙ্গে গাছ লাগানোর ডাক বাবলু বর্মনের

Wearing an oxygen mask, Bablu Barman conveys a message of environmental protection on his bicycle and calls for planting trees in North Bengal.


শিলিগুড়ি: উষ্ণায়নের প্রভাব ক্রমশ বেড়েই চলেছে। গাছপালার সংখ্যা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষ ও প্রকৃতির উপর। এই পরিস্থিতিতে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন হলদিবাড়ির বাসিন্দা বাবলু বর্মন।

মুখে অক্সিজেন মাস্ক পরে সাইকেল চালিয়ে “গাছ লাগান, প্রাণ বাঁচান”—এই বার্তা নিয়ে বিগত কয়েক বছর ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি। বর্তমানে তিনি শিলিগুড়ির রানিডাঙ্গা এলাকায় অবস্থান করছেন এবং সেখান থেকেও পরিবেশ বান্ধব প্রচার অব্যাহত রেখেছেন।

বাবলু বর্মনের দাবি, বনাঞ্চলে গাছপালার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বন্যপ্রাণীরা খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে অনেক সময় মানুষের উপর আক্রমণের ঘটনাও ঘটছে। তাঁর মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে অবিলম্বে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও জানান, বিগত কয়েক বছর ধরে তিনি উত্তরবঙ্গ জুড়ে কোচবিহারের বিভিন্ন এলাকা, আলিপুরদুয়ার সহ আরও একাধিক জেলায় ঘুরে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন। সাধারণ মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই তাঁর মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দাদের একাংশ বাবলু বর্মনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের প্রচার আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code