রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
জলপাইগুড়ি ও নয়া দিল্লি: জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও (BDO) প্রশান্ত বর্মনের আইনি রক্ষাকবচ শেষ হলো। স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। এই রায়ের ফলে দীর্ঘদিনের অমীমাংসিত এই খুনের রহস্যভেদে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।
কয়েক বছর আগে জলপাইগুড়ি জেলার এক বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়িয়েছিল রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। অভিযোগ ওঠে, এই খুনের ঘটনার নেপথ্যে গভীর কোনো ষড়যন্ত্র ছিল এবং তাতে প্রশাসনিক প্রভাবশালী মহলের যোগসূত্র ছিল। মামলার তদন্ত চলাকালীন নিম্ন আদালত ও কলকাতা হাইকোর্টে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গুরুতর তথ্যপ্রমাণ পেশ করা হয়।
কলকাতা হাইকোর্ট আগেই তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সর্বোচ্চ আদালতও মামলার গুরুত্ব এবং তদন্তকারী সংস্থার পেশ করা নথি খতিয়ে দেখে তাঁকে কোনো রেহাই দেয়নি।
আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
অভিযোগ ছিল যে, প্রভাবশালী হওয়ার কারণে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। সুপ্রিম কোর্টের এই নির্দেশে তদন্তকারী সংস্থাগুলো এখন তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবে।
এই নির্দেশের পর পুলিশ ও তদন্তকারী সংস্থা তৎপর হয়ে উঠেছে। স্বর্ণ ব্যবসায়ী খুনের নেপথ্যে মূল মোটিভ কী ছিল এবং আর কারা এই ঘটনার সাথে জড়িত, তা জানার চেষ্টা করবে পুলিশ। বিডিও-র আত্মসমর্পণ এখন শুধু সময়ের অপেক্ষা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊