Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্মৃতি মন্ধানার প্রত্যাবর্তন: হৃদয়ভঙ্গের পর ক্রিকেটেই সম্বল

স্মৃতি মন্ধানার প্রত্যাবর্তন: হৃদয়ভঙ্গের পর ক্রিকেটেই সম্বল

Smriti Mandhana, breakup news, cricket comeback, Sri Lanka T20 series, Indian women cricket, Smriti Mandhana wedding, Palash singer, Mandhana training, emotional recovery, viral sports news, trending cricket news, Smriti Mandhana brother, Shravan Mandhana, women cricketers India


ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম মুখ স্মৃতি মন্ধানা ফের বাইশ গজে ফিরলেন, তবে এবার এক অন্য আবহে। মাত্র চব্বিশ ঘণ্টা আগে ভেঙেছে তাঁর বিয়ে। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে ফের অনুশীলনে মন দিয়েছেন তিনি। নেটিজেনরা বলছেন, ‘ক্যুইন’ ফিরেছেন তাঁর রাজত্বে।

গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে বিয়ের কথা ছিল স্মৃতির। বিয়ের আগের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরদিন অসুস্থ হয়ে পড়েন পলাশও। এই পরিস্থিতিতে দুই পরিবার মিলে বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

এর মধ্যেই জল্পনা ছড়ায়, বিয়ের অনুষ্ঠানের সময় এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে পলাশকে। যদিও কোনও পক্ষই এই বিষয়ে মুখ খোলেনি। শেষ পর্যন্ত স্মৃতি নিজেই সোশাল মিডিয়ায় জানান, তিনি বিয়ে স্থগিত করেছেন এবং আপাতত ক্রিকেটেই মন দিতে চান।

স্মৃতির দাদা শ্রাবণ মন্ধানা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর অনুশীলনের ছবি। হেলমেট, গ্লাভস, প্যাডে সজ্জিত স্মৃতি ব্যাট হাতে প্রস্তুত। মনঃসংযোগে কোনও ঘাটতি নেই। সম্ভবত নিজের বাড়িতেই অনুশীলন করছেন তিনি।

ডিসেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আপাতত সেদিকেই নজর স্মৃতির। ব্যক্তিগত জীবনের ঝড়কে পেছনে ফেলে ক্রিকেটকে হাতিয়ার করে এগিয়ে চলেছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code