নতুন সঙ্গীর সঙ্গে সাত পাক ঘুরলেন দক্ষিণী হার্টথ্রব অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
নতুন সঙ্গীর সঙ্গে সাত পাক ঘুরলেন দক্ষিণী হার্টথ্রব অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শুরু হলো নতুন জীবন। এক্কেবারে ব্যক্তিগত পরিসরে নিজের বিয়ে সেড়েছেন। সাজে নি তেমনি। তবে নজর কেড়েছে তাঁর আংটি।
আর পাঁচটি ভারতীয় মেয়ে বিয়ের দিন সেরকম সাজেননি দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ওড়নার আড়ালের নাটকীয়তা নেই। লাল রঙের উপর রুপোলি জরির কাজ করা যে বেনারসি শাড়িতেও পরিচিত নকশারই। বাহুল্য নেই গয়নাতেও। তবে অল্প সাজের ওই ক্যানভাসে সমস্ত আলোটুকু কেড়ে নিয়েছে সামান্থার বিয়ের আংটি এবং তাঁর মঙ্গলসূত্র।
আংটির ছবি ইনস্টাগ্রামে দেখার পর আলোচনা শুরু হয়েছে। আংটিটি তাসের রুইতন অর্থাৎ ডায়মন্ডের আকৃতির। দেখতে হিরের রুইতনের চারপাশটা হিরের ফুলের পাপড়ি দিয়ে তৈরি। আংটিটিতে সোনালি ধাতুর চিহ্নমাত্র নেই। তা প্ল্যাটিনাম অথবা হোয়াইট গোল্ড দিয়ে বাঁধানো। বিভিন্ন সূত্রের দাবি সামান্থার আংটিটি আসলে বিরল ধরনের ‘পোর্ট্রেট কাট’ হিরে।
ফিনফিনে সরু সেনার চেনে গাঁথা মিনিমালিজ়মে সামান্থার মঙ্গলসূত্র। ২-৩ গাঁট দৈর্ঘ্য ছেড়ে একটি করে কালো পুঁতি আর একটি স্ফটিক। লকেট হিসাবে রয়েছে কেবল একটি লক্ষ্মীর ছবি আঁকা সোনার কয়েন।




0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊