Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপিতে যোগদানের জোর জল্পনা, 'My Bengal is bleeding. Democracy ধার চাই!' পোস্ট রাজন্যার

বিজেপিতে যোগদানের জোর জল্পনা, 'My Bengal is bleeding. Democracy ধার চাই!' পোস্ট রাজন্যার

Rajanya Haldar


বিজেপিতে যোগদানের জোর জল্পনা। তৃণমূলের রাজন্যা হালদারের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চললো সারাদিন। আদৌ কি তিনি যোগ দেবেন বিজেপিতে? এর উত্তর কবে মিলবে তা স্পষ্ট নয়। আজ দুপুরে সল্টলেকে রাজন্যা ও প্রান্তিকের বিজেপিতে যোগ দেওয়ার কথা বলে খবর ছড়িয়েছিল কিন্তু তারা যোগদান করলেন কিনা তা নিয়ে এখনো স্পষ্ট কোনো খবর নেই।

এদিকে আজ নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাজন্যা হালদার দুটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যায় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করছেন তিনি। ঘরের মধ্যেই সেই মাল্যদানের ছবি। ক্যাপশনে লিখেছেন 'My Bengal is bleeding. Democracy ধার চাই!'

একুশে জুলাইয়ের মঞ্চে ভাষন দেওয়ার পর থেকেই পরিচিতি বেড়েই চলছিল রাজন্যা হালদারের। রাজন্যা হালদারের বক্তব্যর ঝাঁঝ মন কেড়েছিল তৃণমূলের নেতা-কর্মীদের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই একুশে জুলাইয়ের মঞ্চে তাঁকে ভাষন দিতে বলেছেন। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজন্যা। এরপর যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের সভাপতি করা হল তাঁকে।

২০১৭ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন রাজন্যা। প্রেসিডেন্সি থেকে স্নাতক হওয়ার পর বর্তমানে পিএইচডি করছেন তিনি। আরজিকর ঘটনার পর দলের বিরুদ্ধে সরব হয়ে পড়েন দলের রোষে, শেষে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় রাজন্যা-প্রান্তিক দুজনকেই। সূত্রের খবর, তখন থেকেই আর তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই দুজনের। আর এরপর ২০২৫-এর পুজোয় সেই রাজন্যা-প্রান্তিক জুটিকে দেখা যায় প্রথমে সজল ঘোষের পুজোয়, তারপর মহাষ্টমীতে বিজেপির পুজোয়। সেখান থেকেই জোরদার জল্পনার শুরু! সেই জল্পনার অবসান এখনোও ঘটেনি। অবশেষে জল্পনাই কি সত্যি হচ্ছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code