Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলকে উন্নয়নবিরোধী সরকার বলে আক্রমণ নরেন্দ্র মোদীর

তৃণমূলকে উন্নয়নবিরোধী সরকার বলে আক্রমণ নরেন্দ্র মোদীর 

Modi


বড়সড় স্বপ্নভঙ্গ তাহেরপুরবাসীর। বহু প্রত্যাশা নিয়ে দূরদূরান্ত থেকে এসেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাক্ষুষ করা হলো না সাধারণ মানুষের। প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল তাহেরপুরে প্রধানমন্ত্রীর নামার কর্মসূচি।




সূত্রের খবর, ঘন কুয়াশার জেরে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মদিয়া-তাহেরপুর হেলিপ্যাডে অবতরণ করতে পারেনি। নিরাপত্তাজনিত ঝুঁকির কথা মাথায় রেখে হেলিকপ্টারটি কলকাতাতেই ফিরে আসে। ফলে পূর্ব নির্ধারিত জনসভা ও কর্মসূচিতে উপস্থিত থাকা সম্ভব হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এই পরিস্থিতিতে নিরাপত্তা এবং প্রশাসনিক পরামর্শ মেনে প্রধানমন্ত্রী কলকাতাতেই অবস্থান করেন। তবে তাহেরপুরে জমায়েত হওয়া বিপুল সংখ্যক অপেক্ষমাণ মানুষকে হতাশ না করে কলকাতা থেকেই একটি অডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন তিনি। সেই বার্তায় তিনি উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আবহাওয়ার প্রতিকূলতার জন্য দুঃখপ্রকাশ করেন।




প্রধানমন্ত্রীর সফর বাতিল হওয়ায় তাহেরপুর জুড়ে কিছুটা হতাশার আবহ তৈরি হলেও, তাঁর বার্তা শোনার জন্য সভাস্থলে উপস্থিত মানুষের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক থাকলে ভবিষ্যতে আবারও প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা রয়েছে।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় শুরু থেকেই তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বর্তমানে এক ধরনের “মহাজঙ্গলরাজ” চলছে, যার হাত থেকে রাজ্যের মানুষ মুক্তি চাইছে। মোদির কথায়, “পশ্চিমবঙ্গের মানুষ বলছেন বাঁচতে চাই, আর সেই কারণেই বিজেপি।”




তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপির সদিচ্ছা ও অর্থ দুটোরই কোনও অভাব নেই। তবে কাটমানি ও কমিশনের বেড়াজালে পড়ে উন্নয়নমূলক প্রকল্পগুলি আটকে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তৃণমূলকে উন্নয়নবিরোধী সরকার আখ্যা দিয়ে মোদি বলেন, “তৃণমূল যদি মোদির বিরোধিতা করতে চায়, ১০০ বার করুক। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন আটকে রাখা হচ্ছে? সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ যেন আর না হয়।”

বক্তব্যের শেষে তিনি পশ্চিমবঙ্গবাসীর কাছে ফের একবার সুযোগ দেওয়ার আবেদন জানান এবং রাজ্যের সার্বিক প্রগতির জন্য বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান।


এরপর আসআইআর (SIR) প্রসঙ্গে টেনেও তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বলেন, 'অনুপ্রবেশকারী গো ব্যাক বলুন। অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যেই SIR-এর বিরোধিতা করছে তৃণমূল। ' ত্রিপুরার উদারহরণ টেনে বলেন, সে রাজ্যে বামেরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। ত্রিপুরার মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছে। ত্রিপুরায় বিজেপি উন্নয়নের কাজ করেছে। মোদি বলেন,'ত্রিপুরা দ্রুগতিতে এগিয়ে চলেছে, পিছিয়ে চলেছে বাংলা'। তাহেরপুরের সভাস্থলের উদ্দেশে অডিওবার্তায় বলেন প্রধানমন্ত্রী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code