বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল
দলবিরোধী কাজের অভিযোগ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার কথা জানালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। দলবিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূলের তরফে এবার তাকে সাসপেন্ড করা হলো।
এদিন ফিরহাদ হাকিম বলেন, “দল হুমায়ুনের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখবে না।” তিনি আরও বলেন, “বাবরি মসজিদ করার কথা বলে বাবরি ধ্বংসের স্মৃতি উসকে দিতে চাইছেন উনি। এর পিছনে আমরা মনে করি বিজেপি রয়েছে। ওরা হুমায়ুনকে সামনে রেখে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করছে।” আরও বলেন, “কেউ কোথাও নিজের টাকায় মসজিদ করলে করতেই পারেন। কিন্তু দলের বিধায়ক সংহতি দিবসের তারিখটাকেই বেছে নিলেন শিলান্যাসের জন্য? কেন? আপনি তো স্কুল-কলেজও করতে পারতেন। দেশের মানুষ বাংলার মানুষ কি শুধু এইসব ধর্মান্ধতা নিয়েই থাকবে? এগিয়ে যাবে না?”
হুমায়ুন বাংলায় দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে দাবি করে তিনি বলেন, “উনি থাকেন রেজিনগরে, বিধায়ক ভরতপুরের। তাহলে বেলডাঙ্গায় কেন মসজিদ করবেন? কারণ ওখানে কিছু মাস আগেও অশান্তি তৈরির চেষ্টা করেছিল বিজেপি। উনি সেটাকে উসকাতে চাইছেন।
দলবিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূলের তরফে তাঁকে একাধিকবার সতর্কও করা হয়েছিল বলেও খবর। তবে সম্প্রতি তাঁর বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। তার জেরেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল দল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊