উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত খারিজ করলো হাইকোর্ট
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে রাজ্য সরকার তৈরি করা ১৬০০ সুপার নিউমেরারি (অতিরিক্ত) পদের সিদ্ধান্তকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ এই রায় দেয়।
আদালতের পর্যবেক্ষণ, নিয়মিত নিয়োগের ক্ষেত্রে এভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না। সুপার নিউমেরারি পদ বিশেষ পরিস্থিতিতে তৈরি হয়, সাধারণ নিয়মে নয়। পাশাপাশি, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর এই ধরনের পদ সৃষ্টির কোনও আইনগত বৈধতাও নেই বলে জানিয়ে দেয় আদালত।
২০১৯ সালে উচ্চ প্রাথমিকে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ দিতে ২০২২ সালে ১৬০০ অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। বিষয়ভিত্তিক শিক্ষকসংখ্যার ঘাটতি পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করেছিল শিক্ষা দফতর। পরে শারীরিক শিক্ষা বিষয়ে ৮৫০ এবং কর্মশিক্ষা বিষয়ে ৭৫০টি অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়। আর তা চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাই কোর্টে। দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
তবে বিচারপতি বসু সেই দুটি বিজ্ঞপ্তিকেই এদিন বাতিল ঘোষণা করেন। মামলার শুনানিতে বিচারপতি বসুর স্পষ্ট পর্যবেক্ষণ, ২০১৯ সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি করা হয়েছে অতিরিক্ত শূন্যপদ। তাই বৈধ নয় এই শূন্যপদগুলি। এমনকী মৃত প্যানেলকে ইঞ্জিকেশন দিতে বাঁচাবার চেষ্টা করা হয়েছে বলেও এদিন পর্যবেক্ষণে জানান বিচারপতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊