Latest News

6/recent/ticker-posts

Ad Code

কসবা জগদীশ বিদ্যাপীঠ (উঃ মা)-এর মুকুটে নয়া পালক: দূরশিক্ষা পাঠক্রমে রাজ্যে দ্বিতীয় অনসূয়া রায়

কসবা জগদীশ বিদ্যাপীঠ (উঃ মা)-এর মুকুটে নয়া পালক: দূরশিক্ষা পাঠক্রমে রাজ্যে দ্বিতীয় অনসূয়া রায়

Anasuya Roy, Rabindra Mukta Vidyalaya Samsad, Kasba Jagadish Bidyapith, distance education topper, Higher Secondary result, West Bengal open school, open school second rank, Niloy Dinda, Amarendra Mahapatra

সুরশ্রী ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল সদ্য প্রকাশিত হয়েছে। এই ফলাফলে কলকাতা তথা কসবার বুকে এক অভূতপূর্ব সাফল্য এনে দিলেন কসবা জগদীশ বিদ্যাপীঠ (উঃ মা) স্টাডি সেন্টার-এর শিক্ষার্থী অনসূয়া রায়। দূরশিক্ষা পাঠক্রমের মাধ্যমে পরীক্ষা দিয়ে তিনি রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাঁর এই নজরকাড়া ফল নিঃসন্দেহে প্রশংসনীয় এবং বহু শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণা।

দূরশিক্ষা পাঠক্রমে পড়াশোনা করে এমন কৃতিত্ব অর্জন করা একটি ব্যতিক্রমী ঘটনা। অনসূয়ার এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা বিদ্যালয় পরিবার।

অনসূয়ার এই কৃতিত্বের পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংসদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, শ্রী নিলয় দিন্ডা, শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে তাঁকে ভবিষ্যতে আরও ভালো করে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মূল্যবান পরামর্শ দিয়েছেন।

একইভাবে, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের সভাপতি ডঃ অমরেন্দ্র মহাপাত্রও অনসূয়া রায়কে অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি পড়াশোনা নিরবিচ্ছিন্ন ভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়ও এই কৃতী শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কসবা জগদীশ বিদ্যাপীঠ (উঃ মা) বিদ্যালয় স্টাডি সেন্টার থেকে দূরশিক্ষা পাঠক্রমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে অনসূয়া রায় শুধু নিজের পরিবার নয়, তাঁর বিদ্যালয় এবং সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই সাফল্যে দূরশিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আরও একবার প্রমাণিত হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code