Latest News

6/recent/ticker-posts

Ad Code

Book Fair: শুরু হলো ৩৭তম জলপাইগুড়ি জেলা বইমেলা ২০২৫, কবি সম্মেলন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাহার

Book Fair: শুরু হলো ৩৭তম জলপাইগুড়ি জেলা বইমেলা ২০২৫, কবি সম্মেলন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাহার

bookfair, বইমেলা, জলপাইগুড়ি বইমেলা, বইমেলার তারিখ, jalpaiguri bookfair date,


জলপাইগুড়ি: বইপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়িতে শুরু হলো ৩৭তম জলপাইগুড়ি জেলা বইমেলা (২০২৫)। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ‍্যালয়ের খেলার মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত।

বইমেলার উদ্বোধন উপলক্ষে এদিন দুপুরবেলা জলপাইগুড়ি পুরসভার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং সমাজের নানা স্তরের মানুষজন উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বিশেষ অতিথিরাও পা মেলান।

ফণীন্দ্রদেব বিদ‍্যালয়ের খেলার মাঠে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ্রজ্বলন করেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী জনাব সিদ্দিকীকুল্লাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক শামা পারভীন, বইমেলার কার্যকরী সভাপতি তথা অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠোড়, কার্যকরী সম্পাদক তথা পুরসভার চেয়ারম্যান সৈকত চাট‍্যাজি, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, বিধায়ক খগেশ্বর রায়, বিধায়ক প্রদীপ কুমার বর্মা, ভারপ্রাপ্ত জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান সেখ সহ আরও অনেক বিশিষ্টজন।

এবারের জলপাইগুড়ি বইমেলাকে ঘিরে কর্তৃপক্ষ একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। বইমেলার প্রাঙ্গণকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এবারের মেলায় কবি সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে কলকাতার বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি স্থানীয় ও আগত বিশিষ্ট কবিরা অংশ নেবেন।বই কেনাবেচার পাশাপাশি প্রতিদিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

বইমেলার কার্যকরী সম্পাদক সৈকত চাট‍্যাজি আশা প্রকাশ করেন, এই মেলা জলপাইগুড়ির সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের কাছে মিলনক্ষেত্র হয়ে উঠবে। আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা সকল বইপ্রেমী ও কৌতূহলী মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code