Latest News

6/recent/ticker-posts

Ad Code

India Squad For Asia Cup: যুব এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, স্কোয়াডে কে কে?

India Squad For Asia Cup: যুব এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, স্কোয়াডে কে কে?

Asia Cup


কিছুদিন আগেই এশিয়া কাপ জিতেছে সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। ট্রফি জিতলেও এখনো ট্রফি হাতে পায়নি ভারত। সেই ট্রফি এখনও ভারতের হাতে তুলে দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি । এর মাঝেই এবার যুব এশিয়া কাপের সূচি ঘোষিত হয়েছে। আগামী ১২ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যুব এশিয়া কাপ তাঁর আগে দল ঘোষনা ভারতের।

আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ (U19 Mens Asia Cup) । ভারতের সঙ্গে সেই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে পাকিস্তানও । আগামী ১৪ ডিসেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী । তার জন্যই ঘোষিত হল ভারতীয় দল ।

ভারতকে এই টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন আয়ুষ মাত্রে । সেই সঙ্গে দলে সুযোগ পেয়েছে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী । তবে টি-২০ নয়, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হবে ওয়ান ডে ফর্ম্য়াটে । ২১ ডিসেম্বর আয়োজিত হবে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল ।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের নির্বাচিত দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্র (সহ অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু, হরবংশ সিংহ, যুবরাজ গোহিল, কনিষ্ক চৌহান, খিলান এ পটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনিল পটেল, কিশান কুমার সিংহ, উদ্ধব মোহন ও অ্যারন জর্জ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code