অবসর নিলেও কলকাতা নাইট রাইডার্সেই থেকে যাচ্ছে রাসেল!
আইপিএল থেকে অবসর ঘোষনা করেছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্স কোন কোন খেলোয়াড়কে ধরে রাখছে তখনই জানা গিয়েছিল ১১ বছরের সম্পর্কে ইতি টেনে রাসলকে ছেড়ে দেয় কেকেআর। ফলে এবার নিলামে যে দর তাঁকে কিনতো সেই দলে খেলতে হতো রাসেলকে। কিন্তু তার আগে বড় চমক দিয়ে আইপিএল থেকে বিদায় জানালেন তিনি।
ক্রিকেটার হিসাবে অবসর নিলেও কেকেআরের সঙ্গেই থাকবেন রাসেল। তাঁকে ‘পাওয়ার কোচ’ হিসাবে রেখে দিচ্ছেন বেঙ্কি মাইসোরেরা। দলের অন্য তম সহকারী কোচ হিসাবে থাকছেন তিনি। জানা গেছে যেহেতু ১১ বছর কেকেআরের হয়ে খেলেছেন তাই অন্য দলে গিয়ে কেকেআরের বিরুদ্ধে খেলতে পারবেন না তাই অবসর ঘোষনা।
ভিডিয়ো বার্তায় রাসেল বলেছেন, ‘‘আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরের অন্য দলগুলি হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে কেকেআরের হয়ে আমার দুর্দান্ত কিছু স্মৃতি রয়েছে। দলের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। কিন্তু কখনও কখনও আপনাকে থামতেই হয়। যখন এই সিদ্ধান্তটা নিয়েছি, মনে হয়েছে এটাই সেরা সিদ্ধান্ত। তবে আমি আইপিএল থেকে ম্লান হয়ে যেতে চাই না। নিজের উত্তরাধিকার রেখে যেতে চাই। ভক্তেরা হয়তো অনেকে বলবেন, ‘এখনই কেন অবসর? আরও কয়েকটা বছর খেলতে পারতেন।’ সে জন্যই এই সময়টা সেরা। কারণ চাই না এমন কেউ বলুন, আমার অনেক বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল।’’
রাসেল আরও বলেছেন, ‘‘আমরা এখন ইনস্টাগ্রাম জগতের অংশ। নিজের পুরনো ভিডিয়োগুলো দেখলে নিজেকে নানা রকম জার্সিতে দেখা যায়। দলের কোচিং স্টাফ, সতীর্থেরা আমাকে পুরনো কিছু ভিডিয়ো পাঠিয়েছে। ওরা বলেছে, আমাকে এই বেগনি জার্সিতেই দেখতে সবচেয়ে ভাল লাগে।’’ তিনি আরও বলেছেন, ‘‘সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। কয়েক রাত ঘুমোতে পারিনি। বেঙ্কির সঙ্গে অনেক বার কথা বলেছি। শাহরুখ খানের সঙ্গেও কথা হয়েছে। আইপিএলে নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। সেটা নিয়েও অনেক কথা হয়েছে। বেঙ্কি, শাহরুখেরা আমাকে যথেষ্ট সম্মান করেন। আমাকে ভরসা করেন। ভালবাসেন। মাঠে এত দিন যা যা করেছি, ়সে সবেরও প্রশংসা করেন ওঁরা। এমন একটা দলের সঙ্গে থাকতে পারছি, যে দলের পরিবেশ আমার ভীষণ পরিচিত। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’’
অবসর বার্তায় কলকাতার ক্রিকেটপ্রেেমীদের রাসেল বলেছেন, ‘‘কলকাতা, আমি আবার ফিরে আসছি। এ বার কেকেআরের এক জন সাপোর্ট স্টাফ হিসাবে থাকব। বেঙ্কিই আমাকে প্রথম ‘পাওয়ার কোচ’ হওয়ার প্রস্তাব দেন। শুনে আমি তাঁকে বলেছিলাম, ‘‘আপনি কি এটা আগে শুনেছেন?’ জবাবে বেঙ্কি বলেন, ‘হ্যাঁ, দ্রেরাস। মানে আন্দ্রে রাসেল। শক্তিশালী ক্রিকেটের জন্য যাকে সকলে চেনে।’ ব্যাট করার সময় আমি জোরে শট মারার চেষ্টা করতাম। বল বা ফিল্ডিং করার সময়ও আমি নিজের সম্পূর্ণটা উজাড় করে দিতাম। সেই অভিজ্ঞতা থেকে আমি দলের যে কোনও বিভাগকে সাহায্য করতে পারব।’’

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊