𝗛.𝗦 𝟰𝘁𝗵 𝗦𝗲𝗺𝗲𝘀𝘁𝗲𝗿 : বাড়তি পাতা নয়, নির্দিষ্ট খাতাতেই উত্তর লিখতে হবে
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফের নিয়ম বদল। আসন্ন চতুর্থ সেমেস্টার থেকে পরীক্ষার্থীদের আর অতিরিক্ত পাতা দেওয়া হবে না। এতদিন পর্যন্ত আট পাতার উত্তরপত্রের সঙ্গে প্রয়োজনে পরীক্ষাকেন্দ্র থেকে বাড়তি পাতা পাওয়া যেত। কিন্তু আগামী ২০২৬ সালের চতুর্থ সেমেস্টার থেকে সেই নিয়মে পরিবর্তন আসছে।
এবার থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে ১২ পাতার উত্তরপত্র দেওয়া হবে। অর্থাৎ মোট ২৩টি পৃষ্ঠার মধ্যেই উত্তর লিখতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “চতুর্থ সেমেস্টারে বাড়তি পাতা দেওয়া হবে না। যে খাতা দেওয়া হবে, তার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে।”
পরীক্ষার কাঠামোতে পরিবর্তন:
- চলতি বছরেই উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে।
- চতুর্থ সেমেস্টারে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
- প্র্যাকটিক্যাল যুক্ত বিষয়গুলিতে লিখিত পরীক্ষা হবে ৩৫ নম্বরের।
- অন্য বিষয়গুলির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের।
- সংসদ কর্তাদের মতে, বার্ষিক পরীক্ষায় ৭০ বা ৮০ নম্বরের প্রশ্ন থাকলেও সেমেস্টারে নম্বর অর্ধেক হওয়ায় বেশি পাতার প্রয়োজন হবে না।
এই পরিবর্তনের ফলে পরীক্ষার্থীদের উত্তর লেখার ধরন ও পরিকল্পনায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নির্দিষ্ট খাতার মধ্যেই উত্তর সম্পূর্ণ করতে হবে বলে পরীক্ষার্থীদের সময় ও জায়গা ব্যবস্থাপনায় আরও সচেতন হতে হবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊