দার্জিলিং রুটে ফের অশান্তি, সমতলের ট্যাক্সি চালকদের বিক্ষোভ
শিলিগুড়ি : দার্জিলিংগামী সমতলের ট্যাক্সি চালকদের উপর লাগাতার হেনস্থা ও বাধা দেওয়ার অভিযোগ ফের সামনে আসতেই উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। পর্যটন মরশুমে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষুব্ধ চালকেরা দাবি তুলেছেন—অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করুক।
সমতলের ট্যাক্সি চালকদের অভিযোগ, কয়েকদিন ধরেই দার্জিলিংয়ে উঠলে পাহাড়ের কিছু গাড়িচালক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথে বাধা দিচ্ছেন। পর্যটকদের নিয়ে গেলে মাঝপথে থামিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। এর আগেও তাঁরা এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন। যদিও পাহাড়ের চালকদের দাবি ছিল—সবকিছু স্বাভাবিকই চলছে।
কিন্তু অভিযোগ বাড়তেই শিলিগুড়ির বিভিন্ন রুটের ট্যাক্সি চালকেরা একজোট হয়ে হাজির হন মহকুমাশাসকের দপ্তরে। সেখানে কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মুহূর্তে দপ্তর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চালকেরা অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন।
অবস্থার গুরুত্ব বোঝায় পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার জন্য চালকদের ডাকা হয়। বৈঠকে মহকুমাশাসক জানান—এই ঘটনার বিষয়ে তাঁরা অবগত ছিলেন না। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ২৪ ঘন্টা সময় চান তাঁরা। প্রশাসনের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেন ট্যাক্সি চালকেরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊