Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের বর্ষীয়ান শিক্ষক তাপস চন্দ্র সরকারকে বিদায় সংবর্ধনা

দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের বর্ষীয়ান শিক্ষক তাপস চন্দ্র সরকারকে বিদায় সংবর্ধনা


dinhata-3-resource-centre-farewell-tapas-chandra-sarkar


দিনহাটা, ১০ ডিসেম্বর: দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের অভিজ্ঞ ও জনপ্রিয় শিক্ষক তাপস চন্দ্র সরকার মহাশয়ের বিদায় সংবর্ধনা বড়শাকদল আর.আর. প্রাথমিক বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হয়। সহকর্মী শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে আয়োজিত এই আবেগঘন অনুষ্ঠান ছিল স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ।

তাপস চন্দ্র সরকার মহাশয় ১৯৬৫ সালের ১ অক্টোবর দিনহাটার রাখালমরি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শরৎচন্দ্র সরকার ও মাতা গায়ত্রী দেবীর স্নেহে বড় হয়ে তিনি প্রথম শিক্ষাজীবন শুরু করেন বড়শাকদল আর.আর. প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে নিগমানন্দ সারস্বত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দিনহাটা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

শান্ত, মৃদুভাষী ও অধ্যবসায়ী ছাত্রজীবনের ধারাবাহিকতা তিনি বজায় রাখেন শিক্ষকতায়ও। নিষ্ঠা, কর্মনিষ্ঠা ও মানবিকতা—এই তিন গুণ তাঁকে দিনহাটা শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে বলে মত সহকর্মীদের।

dinhata-3-resource-centre-farewell-tapas-chandra-sarkar

১৯৮৯ সালের ২১ আগস্ট দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত দুরাচাপড়ী এইডেড প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতার পদে যোগদান করেন । দীর্ঘ ৩৬ বছরের নিরলস সেবার পর গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তাঁর কর্মজীবনের অবসান ঘটে। এই সুদীর্ঘ সময় শিক্ষকতার দায়িত্ব পালনে তিনি ছাত্র-শিক্ষক মহলে বিশেষ সুনাম অর্জন করেন।

সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে নিরন্তর সহযোগিতা এবং সদা-হাস্যময় স্বভাব তাঁকে সকলের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছিল। অবসরে গেলেও তাঁর কর্মময় জীবনের স্মৃতি সহকর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক আজিম কুদ্দুস বিন গোনি, শিক্ষক বাপ্পাদিত্য রায়, সুকান্ত চক্রবর্তী, গোপাল সাহা সহ একাধিক বরেণ্য শিক্ষক-শিক্ষিকা। তাঁদের বক্তৃতায় উঠে আসে তাপস চন্দ্র সরকারের নিষ্ঠাবান কর্মজীবন, শিক্ষার প্রতি তাঁর অটল দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধের কথা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code