সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’ পৌঁছালো রসাখোয়ায়, তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ মীনাক্ষী মুখার্জীর
সংবাদ একলব্য: কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হওয়া সিপিএমের 'বাংলা বাঁচাও যাত্রা' আজ, সোমবার, পৌঁছালো রসাখোয়ায়। রাজ্যের বামফ্রন্টের ডাকে আয়োজিত এই দীর্ঘ পদযাত্রা শেষ হবে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। জেলার বিভিন্ন পথ পরিক্রমা শেষে রসাখোয়া বাজার এলাকায় আজ এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এই যাত্রাকে ঘিরে সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় লক্ষ করা যায়।
এদিনের পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জী। তাঁর সঙ্গে ছিলেন সিপিএমের জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। মীনাক্ষী মুখার্জী তাঁর বক্তব্যে রাজ্যের শাসকদল তৃণমূল এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি—উভয় দলকেই একযোগে তীব্র আক্রমণ করেন।
তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিল দুর্নীতি এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। তিনি অভিযোগ করেন রাজ্যে 'SIR'-এর নামে বিজেপি আশ্চর্যজনকভাবে নীরব। মীনাক্ষী মুখার্জী সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।
মীনাক্ষী মুখার্জী দাবি করেন যে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থেই সিপিএম এই 'বাংলা বাঁচাও যাত্রা' শুরু করেছে। তাঁর কথায়, এই যাত্রা রাজ্যে একটি বদলের ডাক দিচ্ছে। তিনি মনে করেন, তৃণমূলের শাসনকালে দুর্নীতি এবং বিজেপির কেন্দ্রীয় নীতির ফলে রাজ্যের সাধারণ মানুষ আজ চরম সঙ্কটের মুখে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে একমাত্র বামফ্রন্টই বিকল্প পথ দেখাতে পারে।
রসাখোয়ায় এই কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভিড় বাম নেতৃত্বের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। রাজ্যের বিভিন্ন জেলা ছুঁয়ে এই পদযাত্রা কামারহাটির দিকে এগিয়ে যাবে, যেখানে আগামী দিনে আরও বড় সভা আয়োজনের প্রস্তুতি চলছে। এই যাত্রার মাধ্যমে সিপিএম রাজ্যে নিজেদের জনভিত্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊