Latest News

6/recent/ticker-posts

Ad Code

মস্তবড় কন্টেইনার থেকে উদ্ধার মাত্র তিন কেজি গাঁজা!

মস্তবড় কন্টেইনার থেকে উদ্ধার মাত্র তিন কেজি গাঁজা! আসাম যাওয়ায় পথে চুরাইবাড়িতে আটক করা হয় সেই কন্টেইনার।


Ganja Rescue

ত্রিপুরা–

অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি থানার পুলিশের রুটিন নাকা তল্লাশিতে উদ্ধার হলো লুকোনো অবস্থায় থাকা শুকনো গাঁজা। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থেকে অসমের উদ্দেশ্যে যাত্রা করা AS01-MC-1452 নম্বরের সেইফ এক্সপ্রেস কোরিয়ারের একটি কন্টেইনার লরি চুরাইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে।

তল্লাশির সময়, সেইফ এক্সপ্রেস কোরিয়ারের স্টিকার লাগানো একটি কাঠের বাক্স থেকে দুটি প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।সাথে আটক করা হয়েছে লরি চালক রফিকুল ইসলাম (৩০)-কে।সে অসমের ধুবড়ি জেলার চাপড়া থানার ধূতনাত এলাকার বাসিন্দা, পিতা মৃত মেছের আলি।পরে ডিসিএম ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজা সিজ করে চুরাইবাড়ি থানায় নিয়ে আসা হয়। ধৃত চালককেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।


চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সেইফ এক্সপ্রেস কোরিয়ার সংস্থার সঙ্গে এই গাঁজা পাচারের কোনো যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


উল্লেখ্য, এর আগেও ত্রিপুরা ও অসমে এই একই কুরিয়ার সংস্থার লরি থেকে মাদক উদ্ধার হয়েছিল। ফলে সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়েছে।পুলিশি সূত্রের খবর, ধৃত চালককে রিববার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code