Latest News

6/recent/ticker-posts

Ad Code

Utsashree Portal: উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের সাধারণ বদলি ফের স্থগিত

উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের সাধারণ বদলি ফের স্থগিত, জুন মাস পর্যন্ত বাড়বে অপেক্ষার মেয়াদ

Utsashree Portal News, West Bengal Teacher Transfer Update, Utsashree Transfer Closed, Primary Teacher Transfer News WB, Mutual Transfer Utsashree, West Bengal Education Department Notification, School Teacher Transfer WB, Sangbad Ekalavya, উৎসশ্রী পোর্টাল সংবাদ, শিক্ষক বদলি স্থগিত, প্রাথমিক শিক্ষক বদলি আপডেট, শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি।


নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি স্কুল শিক্ষকদের জন্য ফের দুঃসংবাদ। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী (Utsashree) পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের সাধারণ বদলি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। বুধবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে, যার ফলে হাজার হাজার শিক্ষকের ঘরের কাছের স্কুলে ফেরার স্বপ্ন আরও দীর্ঘায়িত হলো।

শিক্ষা দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রাথমিক শিক্ষকদের জন্য উৎসশ্রী পোর্টালে শুধুমাত্র আপস বদলি (Mutual Transfer) চালু থাকলেও সাধারণ বদলি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। যদিও এই নির্দেশিকায় নির্দিষ্টভাবে প্রাথমিক স্তরের কথা বলা হয়েছে, তবে মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যেও আশঙ্কা তৈরি হয়েছে যে, অচিরেই তাদের ক্ষেত্রেও একই ধরনের স্থগিতাদেশ জারি হতে পারে।

কেন বারবার বন্ধ হচ্ছে বদলি প্রক্রিয়া?

শিক্ষকদের বদলির পথ সহজ করতে ২০২১ সালের আগস্ট মাসে 'উৎসশ্রী' পোর্টালটি চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু চালুর কিছুদিনের মধ্যেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই প্রক্রিয়াকে:

  • দুর্নীতির অভিযোগ: পোর্টাল চালুর পর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।
  • শিক্ষক সংকট: ঢালাও বদলির কারণে বিশেষ করে গ্রামীণ এলাকার স্কুলগুলোতে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করে। এই প্রেক্ষাপটে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার এই পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি বন্ধ করে দেওয়া হয়েছিল।

বর্তমান পরিস্থিতি ও শিক্ষকদের ক্ষোভ

২০২৫ সালের শুরুতে সাধারণ বদলি বন্ধ রেখে আপস বদলি চালুর কথা বলা হলেও বাস্তবে তার কোনো সুফল মিলছে না বলে অভিযোগ উঠেছে। 'শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ'-এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন:

  • প্রাথমিক ও মাধ্যমিক—উভয় স্তরেই আপস বদলি চলতি বছরের ১ জানুয়ারি থেকে চালু হলেও তা কার্যত নামেই চলছে।
  • গত এক বছরে কোনো উল্লেখযোগ্য আপস বদলি সম্পন্ন হয়নি।
  • শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অন্তত আপস বদলি প্রক্রিয়াটি যেন অবিলম্বে এবং সঠিকভাবে কার্যকর করা হয়, সেই দাবি জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে বাড়ির থেকে দূরে কর্মরত শিক্ষকদের কাছে এই নতুন বিজ্ঞপ্তি নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী জুনের পর পোর্টালটি পুনরায় স্বাভাবিক হয় কি না, এখন সেটাই দেখার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code